1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

১ মে থেকে ১৮ ঊর্ধ্বে টিকাকরণ শুরু! আজ কখন থেকে কীভাবে করবেন রেজিস্ট্রেশন? রইল পদ্ধতি

১২:৫৪ পিএম, এপ্রিল ২৮, ২০২১

সম্প্রতি ঘোষিত হয়েছে, ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে করোনা টিকা দেওয়া হবে। সেই জন্য নাম আজ থেকেই শুরু হচ্ছে ১৮ বছর বয়সের উর্ধ্বে টিকাকরণের নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের ‘কোউইন’ ও 'আরোগ্য সেতু' অ্যাপ্লিকেশন বা পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করা যাবে। টিকাকরণ প্রক্রিয়া ও টিকা নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র একই থাকবে।

আজ, ২৮ এপ্রিল, বিকেল ৪ টে থেকেই শুরু হবে নাম রেজিষ্ট্রেশনের পদ্ধতি। কীভাবে করবেন নাম নথিভুক্ত? জেনে নিন নিম্নলিখিত কিছু সহজ পদ্ধতি...

১. নাম নথিভুক্ত করার জন্য প্রথমে CoWin অ্যাপ অথবা https://www.cowin.gov.in/home ওয়েবসাইটে যেতে হবে। আগের মতোই টিকাকরণ প্রক্রিয়া এবং নথি থাকবে৷ ২. নথিভুক্ত করার সময় আবেদনকারীকে নিজের ফোন নম্বর দিতে হবে। নম্বর দিলে তাতে ওটিপি আসবে। তা দিয়ে নম্বর ভ্যারিফাই করতে হবে। ৩. ওটিপি দেওয়ার পর একটি পেজ খুলবে। যেখানে আপনার নাম, বয়স, বাসস্থান ইত্যাদি বিশদ তথ্য পূরণ করতে হবে। ৪. নিজের যেকোনো একটি পরিচয়পত্র জমা দিতে হবে। পরিচয় পত্র হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা অন্যান্য পরিচয়পত্র ব্যবহার করা যেতে পারে। ৫. এরপর বাসস্থান ও পিন কোড দিলে, কোথায় ভ্যাকসিন নিতে পারবেন সেই নিকটবর্তী হাসপাতালগুলির খোঁজ মিলবে। সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালেরই বিকল্প থাকবে৷ সুবিধা মতো হাসপাতাল বেছে নেওয়ার সুযোগও পাবেন।

প্রসঙ্গত, দেশজুড়ে ছড়িয়ে পড়া করোনার প্রকোপ রুখতে ইতিমধ্যেই প্রায় ২৪ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। তার মধ্যেই দিন কয়েক আগে কেন্দ্র ঘোষণা করে, ১ মে থেকেই ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হবে। অর্থাৎ মে মাসের শুরু থেকেই দেশের ১৮ বছরের বেশি বয়সী সমস্ত নাগরিকরা টিকা নিতে পারবেন। সরকারি হাসপাতালে টিকা বিনামূল্যে দেওয়া হবে। বেসরকারি হাসপাতাল অন্য টিকা কেন্দ্র থেকে মূল্য দিয়ে কিনে টিকা নিতে হবে। টিকাকরণের পর টিকার কোনও বিরূপ প্রভাব দেখা যাচ্ছে কি না, সে দিকেও নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে। ১৮ বছরের উর্ধ্বে সকলকে টিকা নেওয়ার আবেদন জানিয়ে সম্প্রতি টুইট করেছেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েলও। দেখে নিন সেই ট্যুইট...

[embed]https://twitter.com/PiyushGoyal/status/1387219766117425153?s=20[/embed]