1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

'বাংলা নিজের মেয়েকেই চায়'-এর পাল্টা বিজেপির 'পিসি যাও' স্লোগান

০৯:২০ এএম, ফেব্রুয়ারি ২১, ২০২১

কয়েক ঘণ্টার ব্যবধানে তৃণমূলের 'বাংলা নিজের মেয়েকেই চায়'-এর পাল্টা 'পিসি যাও' স্লোগান প্রকাশ করল বিজেপি । শনিবাসরীয় দুপুরে বিধানসভা ভোটের স্লোগান প্রকাশ করেছে তৃণমূল। তৃণমূল ভবন মুড়ে ফেলা হয়েছে 'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগানে। এবার একুশের ভোটের জন্য মিউজিক সহ ইতালীয় গানের সুরে স্লোগান প্রকাশ করে ফেলল বিজেপি । তাতে তুলে ধরা ধরা হয়েছে বাংলায় শিল্প-চাকরির আকাল, দুর্নীতি, তুষ্টিকরণের মত বিজেপির স্লোগান। এদিন বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের মাথা তথা বাংলার সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য টুইটারে একটি ভিডিও প্রকাশ করেন । ভিডিওতে দেখা যাচ্ছে একটি দেওয়ালে বাংলার বিভিন্ন স্থাপত্যের ছবি ব্ল্যাক স্কেচে ফুটে উঠছে। https://twitter.com/amitmalviya/status/1363122398992678925 তার সঙ্গে ভেসে উঠছে গানের কথা। কখনও লেখা হচ্ছে, 'নেই শিল্প, নেই চাকরি, পিসি যাও পিসি যাও পিসি যাও যাও যাও।' একটি লাইনে এও লেখা হয়েছে, 'পিসি দিচ্ছে, আল্লাকে ধোঁকা.!' স্বাস্থ্যসাথী ভাঁওতাবাজি বলা, মহিলাদের নিরাপত্তাহীনতার বিভিন্ন অভিযোগ তুলে নিশানা করা হয়েছে 'পিসির সরকার'কে।