1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

মধ্যবিত্তের মাথায় হাত! মাঠেই হাফ সেঞ্চুরি করেছে পেঁয়াজ, সেঞ্চুরি করার পথে পেট্রোল-ডিজেল

০১:১৪ পিএম, ফেব্রুয়ারি ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদনঃ নদিয়াঃ মলয় দেঃ বিক্রেতার একাংশের দাবি নাসিকের পেঁয়াজ ঘাটতির ফলেই, সাধারণ মানুষের ছ্যাকা লেগেছে উৎপাদনের শুরুতেই। তবে বিগত কয়েক মাস আগে এক ভাবে অগ্নিমূল্য থাকা পেঁয়াজের এতোটুকু এসে পৌঁছায়নি কৃষকদের কাছে। চাষিদের কথা অনুযায়ী যথেষ্ট পরিমাণে হিমঘর না থাকার কারণে চাষের উৎপাদনের সাথে সাথেই জমি থেকে বিক্রি করে দিতে বাধ্য হন তারা। আর এ সময় বরাদ্দ কুড়ি থেকে পঁচিশ টাকা, আর বরাৎ খুব ভালো থাকলে ৩০ টাকা বড়জোর। বাকিটা? চাষ না করা মজুতদারদের পকেটে শীত কাটানোর উত্তাপ। সোমবারের দর অনুযায়ী মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা, আর এরাজ্যে উৎপাদিত পেঁয়াজ ৫০ টাকার কাছাকাছি। অন্যদিকে আজ কলকাতায় পেট্রোলের দাম ৯১.১২ টাকা। এবং কলকাতায় ডিজেলের দাম ৮৪.২০ টাকা। পর পর ১২ দিন বৃদ্ধি পেয়েছে রাজ্যের জ্বালানির দাম। উল্লেখ্য পেঁয়াজ আপাতত হাফ সেঞ্চুরি করলেও বছরে প্রথম মাঠে নামা এই দুই জুটি একই সাথে সেঞ্চুরি করবে বলেই মনে করছেন অভিজ্ঞরা। অভিমানী চাষিরা জানাচ্ছেন ৭০০ টাকা কেজি পেঁয়াজের বীজ ৬০০০ টাকা দিয়ে কিনেছেন তারা! এ ব্যাপারে সরকারি কোনো নিয়ন্ত্রণ নেই!