1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

‘সংসদের জন্য অপমানজনক’, তৃণমূল সাংসদ ডেরেক-শান্তনুর আচরণে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী বিঁধলেন বিরোধীদের

০৪:২০ পিএম, আগস্ট ৩, ২০২১

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এবারের সংসদের বাদল অধিবেশন বিরোধীদের বারবার বিক্ষোভের কারণে স্তব্ধ হয়ে যাচ্ছে। বারবার মুলতুবি হচ্ছে অধিবেশন। কখনও কেন্দ্রের নয়া তিন কৃষি আইন, তো আবার কখনও পেগাসাস ইস্যুতে সংসদের অধিবেশন মুলতুবি হয়ে যাচ্ছে। এবার বিরোধীদের এই আচরণের তুমুল সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমালোচনায় বিঁধলেন তৃণমূলের সাংসদদের। তাঁদের এই আচরণকে ‘সংসদের জন্য অপমানজনক’ বলেও অভিযোগ করলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার অর্থাৎ আজ অধিবেশন শুরু আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ বিজেপির সংসদীয় কমিটির অন্যান্য শীর্ষ নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই দুই তৃণমূল সাংসদের কার্যকলাপের তীব্র নিন্দা করেন মোদী। এমনটাই জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।

এর আগে অধিবেশনের শুরুতেই তৃণমূল সাংসদ শান্তনু সেন তথ্যপ্রজুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেছিলেন। এই ঘটনারও তীব্র নিন্দা করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘দুই কক্ষের বিরোধীদের আচরণ সংসদকে অপমান করেছে। যিনি মন্ত্রীর হাত থেকে কাগজ ছিনিয়ে নিয়ে ছিঁড়ে দিয়েছিলেন, তিনি নিজের কাজের জন্য বিন্দুমাত্রও অনুতপ্ত নন।’ এই ঘটনার পর রাজ্যসভায় প্রস্তাব পাশ করে পুরো বাদল অধিবেশনে থেকে সাসপেন্ড করা হয় শান্তনু সেনকে। শুধু যে শান্তনু সেন তাই নয়, এদিন প্রধানমন্ত্রী সমালোচনা করেন আরেক তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনেরও। প্রধানমন্ত্রীর কথায়, ‘গতকাল এক তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বিল পাশ সংক্রান্ত একটি টুইট করেন। যারা সাংসদদের নির্বাচন করেছিলেন, এটা তাঁদের জন্য অপমানজনক।’

প্রসঙ্গত উল্লেখ্য, সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ করা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন সাংসদ তথা রাজ্যসভায় তৃণমূল দলনেতা ডেরেক ও ব্রায়েন। তিনি বাদল অধিবেশনে পাশ হওয়া বিল এবং সেই বিল পাশের সময়সীমা তুলে ধরেছিলেন। সেই সঙ্গে মন্তব্য করেছিলেন যে, ‘সংসদে বিল পাশ করছেন নাকি পাপড়ি চাট বানাচ্ছেন।’

https://twitter.com/ANI/status/1422426405640437765

এই মন্তব্য প্রসঙ্গে বিজেপির সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং রাজ্যসভার সাংসদ মুখতার আব্বাস নকভি বলেন, ‘আমাদের কোনও তাড়া নেই। প্রতিটি বিল নিয়ে আমরা আলোচনা করতে রাজি। কিন্তু তৃণমূল সাংসদের পাপড়ি চাট মন্তব্য অত্যন্ত অপমানজনক। এই মন্তব্যের জন্য সকলের কাছে ক্ষমা চাওয়া উচিত।’

মন্ত্রী প্রহ্লাদ যোশী এদিন আরও বলেন যে, যেভাবে সংসদ চলছে, তা দেশের জন্য একেবারেই ভালো হচ্ছে না। সংসদীয় গরিমা এতে নষ্ট হচ্ছে। আসলে মূল সমস্যা হল, কংগ্রেস- সহ অন্যান্য বিরোধী দল যেভাবে সংসদে আলোচনা চাইছে, শাসকদল তাতে একেবারেই রাজি নয়। যে কারণে বারবার মুলতুবি হচ্ছে অধিবেশন। এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে বহুবার। অতীতে ইউপিএ আমলেও, টুজি কাণ্ডে তিন মাস সংসদ অচল রেখেছিল বিজেপি।