1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

কেন্দ্রের বরাদ্দ টাকা রাজ্য যথাযথ খরচ করছেনা, দাবি রাজীবের

০৯:৫৭ পিএম, ফেব্রুয়ারি ১৩, ২০২১

রাজ্যের জন্য কেন্দ্র যা বরাদ্দ করছে, তা ঠিকমত খরচ হচ্ছে না বলে মন্তব্য করলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। শনিবার বিধাননগরে পার্শ্বশিক্ষকদের বিক্ষোভে সামিল হয়ে তিনি একথা বলেন। রাজীববাবু বলেন, “কেবল পার্শ্বশিক্ষকরা নন, কোনও সেক্টরের কেউ খুশি না। আমি এঁদের সকলের পাশে আছি। বাংলার মানুষের সার্বিক উন্নয়ন আমার মূল লক্ষ্য। এর জন্য লাগলে কারও পা-ও ধরতে পারি। মানুষের স্বার্থ সবচেয়ে বড় কথা। এর সঙ্গে কোনও আপোষ করা যাবে না।“ বিদ্যালয়গুলোর বেহাল পরিকাঠামোর উল্লেখ করে এ দিন রাজীববাবু বলেন, “কোথাও শিক্ষক আছে তো ছাত্র নেই। কোথাও ছাত্র আছে তো শিক্ষক নেই। এদের দাবি-দাওয়া নিয়ে কেউ ভাবছে না। কেবল হচ্ছে-হবে করে দশটা বছর কেটে গেল। এসএসসি হচ্ছে না, টেট হচ্ছে না। কী অবস্থা! চাকরির ক্ষেত্রে শূন্য পদ পূরণ হচ্ছে না। এ জিনিস চলতে পারে না। আগামী দিনে এ রাজ্যে বিজেপি-ই আসবে। বিভিন্ন দাবিদাওয়া আমরা সহানুভূতির সঙ্গে বিবেচনা করব"।