1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

টিটাগরে বিজেপি কর্মীকে শুট আউট করার অভিযোগ

০৯:২২ এএম, মার্চ ২৫, ২০২১

ভোট এগোতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। বোমা উদ্ধার, দেওয়াল লিখন, প্রার্থী অসন্তোষকে ঘিরে চরমে রাজনৈতিক হিংসা। এই পরিস্থিতিতে বুধবার রাতে ফের উত্তপ্ত হয়ে উঠলো টিটাগর। বিজেপি কর্মী কে গুলি করা হয়েছে বলে অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়। জানা গেছে, সেই সময় টিটাগর বাজারে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী প্রচার করেছিলেন। তখন বিজেপি কর্মী মধু রাও ওই বাজারে তার দোকানে বসে ছিলেন। সেই মিছিল থেকেই হঠাৎ করে তার ওপর হামলা হয় বলে অভিযোগ।

অভিযোগকারীদের আরো জানান, মিছিল থেকে আচমকাই ঘর সন্ধ্যেবেলা বাজারে ৫ রাউন্ড গুলি চলে। প্রত্যক্ষদর্শীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুরো ঘটনায় তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছে বিজেপির কর্মী-সমর্থকেরা। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্ল জানিয়েছেন, মিছিল চলাকালীন ওই বিজেপি কর্মীর সঙ্গে বচসা শুরু হয় তৃণমূলের কর্মী সমর্থকদের। এ জেরেই তার ওপর আক্রমণ করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।