1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ভীত গড়েছিলেন কোহলি! শানাকার সেঞ্চুরিতেও হার বাঁচাতে পারল না শ্রীলঙ্কা, প্রথম ওয়ানডে-তে জয়ী ভারত

মৌসুমী মোদক

জানুয়ারি ১০, ২০২৩, ০৯:৪৫ পিএম

ভীত গড়েছিলেন কোহলি! শানাকার সেঞ্চুরিতেও হার বাঁচাতে পারল না শ্রীলঙ্কা, প্রথম ওয়ানডে-তে জয়ী ভারত / Image Credit: @BCCI

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দারুণ জয় দিয়ে সিরিজ শুরু করল ভারতীয় দল। ব্যাট হাতে বিরাট কোহলির শতরানের পর বল হাতে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিলেন মহম্মদ সিরাজ, উমরান মালিকরা। ফলে ৩৭৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৩০৬ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ৬৭ রানের বড় জয় পেল টিম ইন্ডিয়া।

 টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। প্রথমে রোহিত শর্মা ও শুভমন গিল এবং তার পরে বিরাট কোহলি। গিল ৭০ রান করে যখন আউট হন তখন ভারতের রান ১৪৩। ভারতের ইনিংসের ২০তম ওভারে আউট হন তিনি। রোহিত শর্মা ৮৩ রান করার পর আউট হন। প্রথন দুই ব্যাটার শতরান ফস্কালেও কোহলি নিজের ৭৩তম শতরান করলেন গুয়াহাটিতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে বুধবার ৮০ বলে সেঞ্চুরি করলেন বিরাট। যদিও এই ইনিংসে দু’বার তাঁর সহজ ক্যাচ ফেলল শ্রীলঙ্কা। বিরাটের ক্যাচ ফেলা যে কত ভয়ঙ্কর হতে পারে তা দেখলেন দাসুন শানাকারা। বিরাটের ইনিংস শেষ হয় ৮৭ বলে ১১৩ রান করে। আর ৫০ ওভার শেষে সাত উইকেটে ৩৭৩ রান করে ভারতীয় দল। 

বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই আভিষ্কা ফার্নান্দাের উইকেট হারায় শ্রীলঙ্কা। ৬ ওভারের মধ্যে ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। প্রাথমিক চাপ কাটিয়ে দলকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছিলেন নিশানঙ্কা ও চারিথ আসালঙ্কা। চারিথ আসালাঙ্কা ২৩ রানের ইনিংস খেলেন। আসালঙ্কাকে (‌২৩)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন উমরান মালিক। পাথুম নিশানঙ্কা ৭২ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কার হয়ে। ৮০ বলের ইনিংসে ১১টি বাউন্ডারি হাঁকান লঙ্কা ওপেনার। 

এরপর দাসুন শানাকা ও ধনঞ্জয় ডি সিলভা মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। শামি এসে ধনঞ্জয়কে (‌৪৭)‌ তুলে নিয়ে ব্রেক থ্রু দেন। এরপর হাসারাঙ্গা (‌১৬), দিমুথ ওয়েলালাগেরা (‌০)‌ রান পাননি। তবে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক শানকা। ৮৭ বলে তিনি এদিন জীবনের দ্বিতীয় একদিনের সেঞ্চুরিতে পৌঁছন। শেষ পর্যন্ত ৮৮ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন শানাকা। তবু দলের হার বাঁচাতে পারেননি। 

শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩০৬ রানে শেষ হল শ্রীলঙ্কার ইনিংস। ৫৭ রানে ৩ উইকেট নেন উমরান মালিক। ৩০ রানে ২ উইকেট মহম্মদ সিরাজের। ৬৭ রানে ম্যাচ জিতে এক দিনের সিরিজ শুরু করলেন রোহিতরা। এরপর বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ভারত এদিন ম্যাচ জিতলেই সিরিজ আসবে হাতের মুঠোয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন