1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

এসএসসি’র চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর, আইন মেনে কতজনকে নিয়োগ করা সম্ভব, বিবেচনা করছে কমিশন

০৯:৫৮ পিএম, আগস্ট ১০, ২০২১

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ এসএসসি-তে নিয়োগ সংক্রান্ত জটিলতা এখনও মেটেনি। দিনের পর দিন ধরে চলছে চাকরিপ্রার্থীদের আন্দোলন। এই পরিস্থিতিতে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করলেন এসএসসি’র চেয়ারম্যান শুভঙ্কর বসু। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দফতরে প্রধান সচিবও।

রাজ্যে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক পদে আইন মেনে, কতজনকে নিয়োগ করা সম্ভব, তা খতিয়ে দেখছে কমিশন। এমনটাই এদিন জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন যে, ‘মুখ্যমন্ত্রী সবার প্রতি সহানুভূতিশীল। আমরা কমিশনকে বলেছি, আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রেখে যতটা করা সম্ভব সে৩তা করতে হবে।’

সল্টলেকে সেন্ট্রাল পার্কের কাছে অনশন চালিয়ে যাচ্ছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে শিক্ষক পদপ্রার্থীরা। খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে গিয়েও বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। সোমবার দুপুরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেও বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। গত সোমবার, অনশন শুরু করতে গেলে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অনশনরত এসএসসি’র চাকরিপ্রার্থীরা। পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয়। পরে পরিস্থিতি আয়ত্তে আনতে রাস্তায় নামে প্রচুর পুলিশ। আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, আদালতের অনুমতি থাকলেও, বিধাননগর পুলিশ অনশন মঞ্চ ভেঙে দেয়। এমনকি লাঠিচার্জও করা হয়। গ্রেফতার করা হয় ৫২ জনকে। পরে যদিও সকলেই ছাড়া পান। টবে, এই ঘটনা নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়ায়।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, ২০১৬ সালে নিয়োগের যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা ভিত্তিতে নিয়োগ হয়নি। মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি অনেকেই। কারও কারও আবার প্রাপ্ত নম্বরেও গরমিল রয়েছে। এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরনোর সময় এসএসসি চেয়ারম্যান বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের চাকরিপ্রার্থীদের অভাব অভিযোগ শোনা হবে। আইন মেনে তাঁদের চাকরির ব্যবস্থাও করা হবে।’