1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

করোনা আবহে পুরভোট! ওয়ার্ড পিছু বিশেষ ব্যবস্থা কমিশনের

০৯:০৩ এএম, ডিসেম্বর ৭, ২০২১

করোনা আবহে ফের একবার হতে চলেছে ভোট পর্ব। তবে এর মধ্যে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন ভয় ধরাচ্ছে। তাই বাড়তি সর্তকতা নিতে এবার ১৪৪টি বুথের জন্য প্রায় ৫হাজার কর্মী নিয়োগ করছে নির্বাচন কমিশন। এই কর্মীরা মূলত বুথে আসা ভোটারদের দেহের তাপমাত্রা মাপবেন। এছাড়াও প্রত্যেকটি ওয়ার্ডের স্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ করলো কমিশন।

কলকাতায় করোনার সংক্রমণের গ্রাফ উর্দ্ধমুখী। তাই পুরভোটের ফলে করোনার বাড়বাড়ন্ত যাতে না হয় সেদিকে নজর রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। তাই এই স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়োগ করল কমিশন।এই স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রত্যেক ওয়ার্ডে করোনা বিধি মানা হচ্ছে কিনা তাতে নজর দেবে।

রাজ্য নির্বাচন কমিশনের সচিব নিলাঞ্জন শান্ডিল্য জানান, ৫০০০ কর্মী নিয়োগ করছে রাজ্য নির্বাচন কমিশন। যারা বুথের বাইরে ভোটারদের শরীরের তাপমাত্রা মাপবেন। সেক্ষেত্রে জ্বর বা অন্য কোনও লক্ষণ না থাকলেই ভোটগ্রহন কেন্দ্রে ঢোকার অনুমতি মিলবে।

একইসঙ্গে করোনার টিকা না পাওয়া ব্যক্তিদের আলাদা ভাবে ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থাও করেছে কলকাতা পুরসভা। যার সম্পূর্ণ খরচ ও লজিস্টিক সাপোর্ট দেবে কলকাতা পুরসভা।