1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ম্যাচ ফিক্সিং হচ্ছে বিজেপি-তৃণমূলের মধ্যেঃ সুজন চক্রবর্তী

১০:১৫ পিএম, ফেব্রুয়ারি ৭, ২০২১

'ম্যাচ ফিক্সিং হচ্ছে বিজেপি-তৃণমূলের মধ্যে'। এইভাবেই কেন্দ্র রাজ্যকে একযোগে কটাক্ষ করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। অন্যদিকে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একহাত নেন তিনি। নির্বাচনের আগেই রাজ্যে এসেছেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার হলদিয়ার জনসভা করেন প্রধানমন্ত্রী। জনসভা থেকে বামেদের বিরুদ্ধে সুর চড়ান মোদি।  এদিন প্রধানমন্ত্রী বলেন,' তৃণমূলের সঙ্গেই এবার মূল লড়াই হবে। তবে ভুলবেন না, আরও দুই দল রয়েছে বাম, কংগ্রেস, যারা তলে তলে গোপন বৈঠক করছে। বাম-কংগ্রেস-তৃণমূলের ম্যাচ ফিক্সিং চলছে। এদের থেকে সাবধান'। আর এরপরেই পাল্টা জবাব দেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।
এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যকে উড়িয়ে দিয়ে সুজন বাবু আরও বলেন,' বামেদের সঙ্গে নয়, ম্যাচ ফিক্সিং হচ্ছে বিজেপি-তৃণমূলের মধ্যে। আমি অবাক হয়ে যাচ্ছি, প্রধানমন্ত্রীরও চিন্তা হচ্ছে বামেদের নিয়ে। এতদিন শুভেন্দু অধিকারী, সৌগত রায়রা যা বলছিলেন, এখন তা মোদির গলাতেও শোনা হচ্ছে। বামেরা কোথায় আছে? তাদের তো মাইক্রোস্কোপে খুঁজে পাওয়া যায় না। তাহলে তাদের নিয়ে এত চিন্তা কেন প্রধানমন্ত্রীর' ।