1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

উদ্ধার কার্যে ঝাঁপাচ্ছে রাজ্য! উন্নত করা হচ্ছে জলপাইগুড়ি হাসপাতালের পরিকাঠামো

১০:২১ পিএম, জানুয়ারি ১৩, ২০২২

১৫৩৬৬ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ৭০০ জন যাত্রীর কিছু বুঝে ওঠার আগেই লাইনচ্যুত হয়ে গিয়েছে ৬টি বগি। গোটা ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। এবার আহতদের উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি হাসপাতালের পরিকাঠামোকে আরও উন্নত করা হচ্ছে রাজ্য সরকারের তরফে।

জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলা হাসপাতালে কন্ট্রোল রুমও খোলা হচ্ছে৷ এ ছাড়াও পোর্টেবল এক্স রে মেশিন, সিটি স্ক্যান, এমআরআই মেশিন আনা হচ্ছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে৷ এছাড়াও প্রয়োজনে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্সদের দল আনা হবে জলপাইগুড়িতে৷

তবে শুধু জলপাইগুড়ি জেলা হাসপাতাল নয়, ময়নাগুড়ি হাসপাতালেও তৈরি রাখা হচ্ছে পরিকাঠামো। তৈরি রাখা হচ্ছে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে৷ জেলার বিভিন্ন ব্লক থেকে চিকিৎসক এবং নার্সদের জরুরি ভিত্তিতে জেলা হাসাপাতালে নিয়ে আসা হচ্ছে৷ যে হাসপাতালে যেমন অতিরিক্ত চিকিৎসক এবং নার্স প্রয়োজন তেমন পাঠানো হচ্ছে। এছাড়াও শিলিগুড়ির বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমকেও প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।