1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

সেনার গুলিতে মৃত পরিবারের পাশে দাঁড়াতে নাগাল্যান্ড যাচ্ছে তৃণমূল

০৮:৩৯ এএম, ডিসেম্বর ৬, ২০২১

মায়ানমার সীমান্তের কাছে নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ে সন্ত্রাসবাদী নিধন অভিযানে ১৬ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। আর এতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আজ নাগাল্যান্ড যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। মূলত নিহতদের পরিবারকে সমবেদনা জানাতেই এই যাত্রা।

গতকাল রবিবার কয়লা খনি থেকে বাড়ি ফেরা নিরীহ শ্রমিকদের উপরে নির্বিচারে গুলি চালায় সেনা জওয়ানরা। এই ঘটনায় মৃত্যু হয় ১৬ জন গ্রামবাসীর। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তদন্তের ঘোষণা করেছে সেনা।

রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল মন জেলায় গিয়ে নিহত গ্রামবাসীদের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করবেন। প্রতিনিধি দলে থাকছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরুপা পোদ্দার, শান্তনু সেন। নাগাল্যান্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, ‘স্বজনহারা পরিবারের জন্য আমার সমবেদনা রইল। ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করা হোক। নিহতরা যাতে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করা হোক।’