1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

আমরা এগজিট পোল নয়, এক্স্যাক্ট পোলে বিশ্বাসী: দিলীপ ঘোষ

১০:৩২ এএম, এপ্রিল ৩০, ২০২১

একুশের নির্বাচন পর্ব শেষ। এবার শুধু ফল প্রকাশের অপেক্ষা। কিন্তু তাঁর আগে শুরু হয়েছে বিভিন্ন সংস্থার এক্সিট পোলের সমীক্ষা। সেখানে দেখা গেছে, আবার পুনরায় নতুন করে সরকার গড়তে পারে তৃণমূল। তবে এইসব তত্ত্ব আপাতত মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন প্রাতঃ ভ্রমণে বেরিয়ে তিনি জানান, প্রকাশের দিন আসল ফলাফল সামনে আসবে। দিলীপ বাবুর কথায়, "আমি এগজিট পোল নয়, এক্স্যাক্ট পোলে বিশ্বাসী।কিছু সমীক্ষা ওদেরকে এগিয়ে রেখেছে। এমন সংস্থা আছে যারা চার মাস আগে যা বলেছিল, সেটাই আবার বলেছে। আমরা জানি এগজিট পোল সঠিক নয়, এক্স্যাক্ট পোলটাই ঠিক। সেটাই আমরা বিশ্বাস করি। ২ তারিখে আসল ব্যাপারটা বোঝা যাবে।"

এদিকে বারবার রাজ্য সফরে এসে বিজেপি নেতৃত্ব দাবি করেছে তাঁরা ২০০ এর বেশি আসনে জিতবে। কিন্তু রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনে বুথ ফেরত সমীক্ষা চালিয়ে বিভিন্ন সংস্থা দেখেছে, বাংলায় ক্ষমতা দখলের প্রায় দোরগোড়ায় পৌঁছে যেতে পারে বিজেপি। ম্যাজিক ফিগার ১৪৮-এর কাছে যেতে পারে তৃণমূল। কিন্তু এই সব দাবি উরিয়ে দিয়ে রাজ্য বিজেপি সভাপতির দাবি, "আমরা যেটা চেয়েছিলাম ওটাই হবে। ২০০-র কাছাকাছি আসন আমরা পাব।"