1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

হু হু করে তাপমাত্রা কমছে জেলায় জেলায়! কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া?

আত্রেয়ী সেন

ডিসেম্বর ৯, ২০২২, ০৯:২৪ এএম

হু হু করে তাপমাত্রা কমছে জেলায় জেলায়! কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া? / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ মান্দাসের প্রভাব আপাতত একেবারেই পড়ল না রাজ্যে। ডিসেম্বরে ক্রমশ তাপমাত্রার পারদ নামছে শহরে। কলকাতায় চলতি মরশুমের শীতলতম দিন। ইতিমধতেই ঝোড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে শীত। সেই জন্যই দ্রুত নামছে তাপমাত্রা জেলায় জেলায়।

শহর কলকাতাতেও তাপমাত্রা কমে দাঁড়াল ১৫ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। পাশাপাশি আসানসোলের তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রিতে। অন্যদিকে, শৈল শহর দার্জিলিং- এ তাপমাত্রা নেমে গিয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। এখন শুধু অপেক্ষা হাড় কাঁপুনি ঠাণ্ডার।

গত রবিবার শহর কলকাতার তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। এবার তা আরও কমে শুক্রবার শহর কলকাতার তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস হল। আবার দিনের তাপমাত্রাো স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণেও হেরফের রয়েছে। সর্বাধিক আর্দ্রতার পরিমাণ এদিন থাকতে পারে ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ।

এদিকে, দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য ছাড়া ঘূর্ণিঝড় মান্দাসের প্রভাব সেভাবে পড়েনি। বাংলাতেও এর কোনও প্রভাব এখনও নেই। অন্যদিকে ক্রমশই ঠান্ডা বাড়ছে উত্তর পশ্চিম ভারতে। কোনও জলীয় বাষ্পের বাধা এখনও পর্যন্ত বঙ্গে নেই। তবে অবস্থার পরিবর্তন হতে পারে শনিবার থেকে। ১০ এবং ১১ ডিসেম্বর সামান্য বাড়বে তাপমাত্রা। কিছুটা বাড়বে আপেক্ষিক আর্দ্রতা ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। আকাশ আংশিক মেঘলা হতে শুরু করবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন