1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

‘সাধারণ মানুষকে লুঠ করছে বিজেপি’, টুইটে বিজেপিকে আক্রমণ মমতার

১২:৪৬ পিএম, মার্চ ৭, ২০২১

বংনিউজ২৪x৭ডিজিটাল ডেস্কঃ রাজনীতির ময়দানে আজকের রবিবারের আলাদা গুরুত্ব রয়েছে। আজ রাজ্যের এক শহরে ব্রিগেডে মোদীর মেগাসভা। নির্বাচনের মুখে রবিবার ব্রিগেডে হাইভোল্টেজ জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যের অপেক্ষায় অসংখ্য কর্মী এবং সমর্থকেরা। এই সভা থেকেই শুরু হয়ে যাবে বাংলা দখলের লড়াই। আর এই লড়াইয়ের ময়দানে শুরুতেই মাঠে নামছেন স্বয়ং প্রধানমন্ত্রী। অন্যদিকে, আজই রাজ্যের আর এক প্রান্তে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। তবে, মিছিল শুরু আগে সোশ্যাল মিডিয়ায় ফের একবার বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ যখন ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি, তখন রাজ্যের সাধারণ মানুষের সমস্যাকে হাতিয়ার করে পাল্টা পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৫৮০ কিলোমিটার দূরে শিলিগুড়িতে পদযাত্রার মধ্য দিয়ে নির্বাচনের প্রচার শুরু করে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়িতে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, মহিলা ব্রিগেডকে সঙ্গে নিয়ে দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তা হাঁটবেন তৃণমূল সুপ্রিমো। উদ্দেশ্য, নারী সুরক্ষায় জোর দেওয়া, পাশাপাশি গৃহস্থের পাশে থাকা বার্তা পৌঁছে দেওয়া এই মিছিলের মাধ্যমে। গৃহস্থের পাশে থাকার বার্তা দিতে প্রতীকী হিসেবে থাকছে গ্যাস সিলিন্ডার।

উল্লেখ্য, কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৪৫ টাকা ৫০ পয়সা। একই সঙ্গে সম্প্রতি লাগাতার দাম বেড়েছে পেট্রল ও ডিজেলের। পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। আর এর জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও আকাশছোঁয়া। যার জন্য নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাতে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করছেন তৃণমূল নেত্রী। তিনি বলেছেন, সিলিন্ডার নিয়ে মিছিল হবে, মহিলারা সঙ্গে থাকবেন। তৃণমূল যখন বিনা পয়সায় খাবার তুলে দিচ্ছে সাধারণের মুখে, তখন কেন্দ্র গ্যাসের দাম বাড়াচ্ছে। আর আজকের এই মিছিলের আগেই রাজনীতির ময়দানে লড়াইয়ে তাপমাত্রার পারদকে আরও বাড়াতে, টুইটে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে।

টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে, ‘নিয়মিত এলপিজি’র মূল্য বাড়িয়ে বিজেপি সাধারণ মানুষকে লুঠ করেছে। এতে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে মহিলাদের এবং আমি ট্যাক্স কাটছাঁট করে সেই বোঝা কমাতে কেন্দ্রের কোনও উদ্যোগ না দেখে খুবই বিরক্ত। এরই প্রতিবাদে আজ শিলিগুড়িতে মহিলাদের সঙ্গে নিয়ে মিছিল করছি। এখনই এলপিজি’র মূল্য কমান।’

https://twitter.com/MamataOfficial/status/1368429959308472321