1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ঝড়ের গতিতে বাড়ছে করোনা! সব রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত সর্বাধিক! একদিনে মৃত ২৬

১০:৩১ পিএম, এপ্রিল ১৬, ২০২১

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বাংলায় ভোটের আবহে ঝড়ের গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। শুক্রবারই বঙ্গে ভোট প্রচারে রাশ টেনেছে নির্বাচন কমিশন। বাকি টিন দফায় ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। পাশপাশি কঠোরভাবে মানতে হবে করোনাবিধি। এদিকে সন্ধের সময়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণ এতদিনের মধ্যে সর্বাধিক। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। চিন্তা বাড়াচ্ছে সুস্থতার নিম্নমুখী হার।

এদিন স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৬,৯১০ জন। রাজ্যে করোনার সংক্রমণের নিরিখে প্রথম স্থানে রয়েছে কলকাতা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১,৮৪৪ জন। আর দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২০ জন।

শুধু শহরই নয়, গ্রাম বাংলাতেও বাড়ছে করোনার সংক্রমণ। উল্লেখযোগ্যভাবে বীরভূমেও বাড়ছে করোনার সংক্রমণ। একদিনে সেখানে আক্রান্ত ৩৭৪ জন। দার্জিলিং-এ পর্যটকের সংখ্যা বাড়তে থাকায় বাড়ছে করোনার সংক্রমণ। ২৪ ঘণ্টায় সেখানে ১২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৬ লক্ষ ৪৩ হাজার ৭৯৫ জন।

অন্যদিকে, বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৪১ হাজার ৪৭। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি ২৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১০ হাজার ৫০৬ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৮১৮ জন। এ নিয়ে মোট ৫ লক্ষ ৯২ হাজার ২৪২ জন করোনাকে জয় করেছেন। তবে, সুস্থতার হার ক্রমশ কমছে। গতকালের চেয়ে কমেছে সুস্থতার হার, যা নিশ্চিতভাবেই উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে চলছে করোনার টিকাকরণ।