1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

দেশে আসছে করোনার তৃতীয় ঢেউ! মোকাবিলায় কী করণীয়? জবাব দিলেন চিকিৎসক দেবী শেঠি

০৪:১৩ পিএম, জুন ২২, ২০২১

দেশ জুড়ে এখনও দাপট দেখিয়ে চলেছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যেই আশঙ্কার খবর, খুব শীঘ্রই দেশে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউও। অন্তত এমনটাই মনে করছেন দেশের কিছু বিশিষ্ট চিকিৎসকেরা। এই অবস্থায় তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় ঠিক কী কী করা উচিৎ? কীভাবে রুখে দেওয়া সম্ভব তৃতীয় ঢেউয়ের সংক্রমণ? সম্প্রতি উপায় বাতলালেন দেশের বিশিষ্ট হার্ট সার্জন ড. দেবী শেঠি।

চিকিৎসক শেঠি জানিয়েছেন, "করোনার দ্বিতীয় ঢেউয়ের তুলনায় ৩০ শতাংশ বেশি তীব্র হতে পারে তৃতীয় ঢেউ। কবে তৃতীয় ঢেউ আসতে পারে, তা হয়তো কেউই জানেন না। তবে আশঙ্কা করা হচ্ছে, সেপ্টেম্বরের পরেই দেশের আছড়ে পড়তে পারে থার্ড ওয়েভ। তাই আমাদের প্রস্তুত থাকা উচিৎ।" তবে দ্বিতীয় ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউতে পরিস্থিতি আরও খারাপ হবে কী না, তা নিয়ে নিশ্চিত ভাবে কিছু জানাননি দেবী শেঠি। তবে বাড়তি সতর্কতার কথা অবশ্যই জানান তিনি।

পাশাপাশি ড. শেঠি এও জানান, দেশে এখন সংক্রমণের হার কিছুটা কমেছে। তবে এখনও বহু মানুষ আইসিইউতে ভর্তি। এখনও বহু কোভিড রোগীদের জন্য আইসিইউ খালি পাওয়া যাচ্ছে না। তাই তৃতীয় ঢেউ আসার আগেই আরও অনেক বেশি আইসিইউ বেড, অক্সিজেন বেড, পেডিয়াট্রিক বেড-এর প্রয়োজন বলেও মন্তব্য করেছেন চিকিৎসক। করোনার নতুন ভেরিয়েন্ট প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে দেবী শেঠিকে।

একইসঙ্গে, করোনা মোকাবিলায় টিকাকরণের উপরই জোর দিয়েছেন দেবী শেঠি। তাঁর মতে করোনার পরের ঢেউ রুখতে টিকা নেওয়াই একমাত্র উপায়। তবে দেশে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকা নিয়ে দেখা দিয়েছে হাহাকার। বহু মানুষ এখনও ভ্যাকসিন পাননি। এই প্রসঙ্গে হার্ট সার্জনের আশ্বাস, আগামী একমাসের মধ্যেই যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন পাওয়া যাবে। পাশাপাশি ভ্যাকসিন সংক্রান্ত নানা গুজব ছড়ানো রুখতেও পরামর্শ দিয়েছেন তিনি। এক্ষেত্রে ভিডিও বানিয়ে প্রচারের পাশাপাশি সেলেবদের কাজে লাগিয়ে টিকাকরণের সঠিক প্রচারের পক্ষপাতী তিনি।