1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ওয়েলিংটন জুটমিলের কাজ থমকে, কর্মহীন ২ হাজার শ্রমিক

০৯:০৯ এএম, মার্চ ১, ২০২১

এবার সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস পড়ল হুগলির ওয়েলিংটন জুটমিলে। কাজ হারালেন অন্তত ২ হাজার শ্রমিক। কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন, রিষড়ার ওয়েলিংটন জুটমিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। প্রতিবাদে আচমকা কাজ হারিয়ে সকালেই জিটি রোড অবরোধ করেন শ্রমিকরা।

এর আগেও একাধিকবার হুগলির ওয়েলিংটন জুটমিলের কাজ থমকে গিয়েছে। তবে এবারের বিষয়টা একটু অন্য। আর্থিক পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে এবার কাজ বন্ধের নোটিস দেওয়া হয়েছে। এই ঘটনায় আবার রাজনৈতিক রংও লেগেছে।

কংগ্রেস পরিচালিত আইএনটিইউসি-র অভিযোগ, রাজ্য সরকারের উদাসীনতায় প্রাচীন ওয়েলিংটন জুটমিলের আজ এই পরিস্থিতি। এ নিয়ে শ্রমদফতরের সঙ্গে একপ্রস্ত আলোচনার পরও সমস্যার জট কাটেনি বলে খবর। যার ফলে রবিবার সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। শ্রমিকদের একাংশের আশঙ্কা, পরিস্থিতি যেমন, তাতে জুটমিল ফের নাও খুলতে পারে। সেক্ষেত্রে স্থায়ীভাবেই বন্ধ হয়ে যাবে রাজ্যের আরও একটি পাটকল।

করোনা ও লকডাউনের জেরে এমনিতেই ক্ষতির মুখে রাজ্যের শিল্পাঞ্চলগুলি।আনলক পর্বে সেই স্থবিরতা কাটলেও লাভের মুখ দেখা সেভাবে সম্ভব হয়নি। তার উপর রাজ্যের বিভিন্ন কলকারখানায় উত্পাদন নিয়ে শ্রমিক-মালিক অসন্তোষ লেগেই আছে। ফলে কোথাও কোথাও সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখা খুব একটা বিরল ঘটনা নয় এ রাজ্যে। কিন্তু হুগলির ওয়েলিংটন জুটমিলে এবার যা হল, তাতে কার্যত অশনি সংকেত দেখছেন শ্রমিকরা।