বংনিউজ বিনোদন ডেস্কঃ টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। প্রচুর রমণীর চোখের মনি অনির্বাণ। শুধু রমণী নয় প্রায় সকলের কাছেই বিশেষ ভাবে জনপ্রিয় অনির্বাণ। তার অভিনয় দক্ষতা যথেষ্ট প্রশংসনীয়। সিনেমা, ওয়েব সিরিজ, সিরিয়াল প্রায় সব স্বাদের কাজ করে ফেলেছেন অনির্বাণ।

এবার জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন অনির্বাণ। অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ অভিনেতা। ২৬শে নভেম্বর বহুদিনের সম্পর্ককে পূর্ণতা দিলেন অনির্বাণ। বিবাহের সময় দুজনেই ছিলেন লাল পোশাকে। রেজিস্ট্রি বিয়ে সারলেন অনির্বাণ। তারপর মাথায় সিঁদুর দিয়েছেন অভিনেতা। বেশি লোকজন ডাকেননি বর্তমান পরিস্থিতির জন্য।

মধুরিমা অনির্বাণের রিসেপশন পার্টি নিয়ে প্রচুর ভিডিও এবং ছবি ভাইরাল নেট দুনিয়ায়। যেহেতু নাটক জগৎ থেকেই দুজনের পরিচয় তাই পার্টি ছিল নাটকের থিমে। করোনা আবহের জন্য বেশিজনকে ডাকতে পারেননি অনির্বাণ। তবে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, অনুপম, সৃজিত এবং মিথিলা।

বিয়ের একটি ভিডিও নিয়ে তোলপাড় নেট দুনিয়ায়। জনপ্রিয় গানে তাল মেলালেন অনির্বাণ, সৃজিত, এবং রুদ্রনীল। টুম্পাতে মজেছেন তিন তারকা। ” টুম্পা সোনা” গানে উদ্দাম নাচ তিন তারকার।