শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ! নতুন দল তৈরির জল্পনাতে সিলমোহর স্বয়ং অনীত থাপার

০৯:০৯ পিএম, আগস্ট ২০, ২০২১

পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ! নতুন দল তৈরির জল্পনাতে সিলমোহর স্বয়ং অনীত থাপার

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ পাহাড়ের রাজনীতিতে নয়া মোড়। বিমল গুরুং এবং বিনয় তামাঙের সাক্ষাতের পরই পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হয়েছে। এমনিতেই পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার পদ থেকে বিনয় তামাঙের ইস্তফার পর, দার্জিলিং-এর রাজনীতিতে নতুন রঙ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই অবস্থায় অনিত থাপার রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কানাঘুষো শোনা যাচ্ছিল, নতুন দল তৈরি করছেন অনীত থাপা, এই চর্চাই চলছিল পাহাড়ের আনাচে-কানাচে।

শেষপর্যন্ত সেই জল্পনাতেই সিলমোহর দিলেন খোদ অনীত থাপাই। আগামী মাসেই পাহাড়ে নয়া দল ঘোষণা করতে চলেছেন অনীত। শুক্রবার এমনটাই জানিয়ে দিলেন তিনি। শুক্রবার অর্থাৎ আজ দার্জিলিং-এ অনীত থাপা বলেন যে, ‘সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা নতুন দল ঘোষণা করব। ওইদিনই দলের নাম, প্রতীক এবং পতাকারও আত্মপ্রকাশ করা হবে।’ তবে, অনীত থাপার এই নতুন দল ঘোষণাকে গুরুত্ব দিতে নারাজ গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, ‘নতুন দল হলেও মোর্চার ক্ষমতা উলটে আরও বাড়বে। বিমল গুরুঙের হাত ধরে বহু মানুষ মোর্চায় যোগ দিচ্ছেন।’

অন্যদিকে, বিনয় তামাং প্রসঙ্গে বিমল গুরুং বলেছিলেন, ‘বিনয়ের কাছে আমি অভিভাবকের মতো। ও সমস্যায় পড়লে আমার কাছে আসে আর আমার সঙ্গে শলা-পরামর্শ করে। দুজনের মধ্যে একান্ত আলোচনা হয়েছে। পাহাড় ও পাহাড়বাসীর সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে পাহাড় নিয়ে কী করা উচিত সেসব নিয়ে কথা হয়েছে। রাজনৈতিক সেরকম আলোচনা হয়নি।’ বিনয় তামাং বলেছিলেন, ‘আমাদের মধ্যে সেরকম কোনও আলোচনা হয়নি। আগামীতে দেখা যাক কী করা যায়।’

প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বাংলার বিধানসভা নির্বাচনের পর থেকেই পাহাড়ের রাজনীতি অন্যদিকে মোড় নেয়। আচমকা গোর্খা জনমুক্তি মোর্চার পদ থেকে ইস্তফা দেন বিনয় তামাং। দলের পতাকা ও প্রতীক দুই-ই বিমল গুরুংকে ফেরত দেন তিনি। এর জেরে রাজনৈতিকভাবে কার্যত ‘একা’ হয়ে যান অনীত থাপা। ২০১৭ সালে গোর্খাল্যান্ড আন্দোলন ঘিরে অশান্তির আবহে বিমল গুরুং পাহাড় ছাড়েন। সে সময় বিনয় তামাং ও অনীত থাপা একজোট হয়ে মোর্চার আলাদা গোষ্ঠী তৈরি করেছিলেন।