বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

টোকিও অলিম্পিকে ইজরায়েল সোনা জিততেই ট্যুইটারে 'ট্রেন্ডিং' অনু মালিক! কিন্তু কেন?

০২:২৬ পিএম, আগস্ট ২, ২০২১

টোকিও অলিম্পিকে ইজরায়েল সোনা জিততেই ট্যুইটারে 'ট্রেন্ডিং' অনু মালিক! কিন্তু কেন?

টোকিও অলিম্পিকে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে প্রথমবার পদক পেল ইজরায়েল। জিমন্যাস্টিক্সে সোনা জিতেছেন আর্টেম ডলগোপিয়াট। তাঁর সাফল্যে গর্বিত গোটা ইজরায়েলই৷ কিন্তু এরপরই ট্যুইটারে ট্রেন্ডিং হলেন জনপ্রিয় ভারতীয় সুরকার অনু মালিক! কিন্তু কিছু না করেই হঠাৎ কীভাবে ট্যুইটারবাসীর মুখে মুখে ফিরছে তাঁর নাম? এর পিছনে কারণটা ঠিক কী?

আসলে অনু মালিকের বিরুদ্ধে উঠল সুর চুরির অভিযোগ! তাও আবার যে সে গানের নয়, ইজরায়েলের জাতীয় সঙ্গীতের সুর! ঘটনাটি কী? আসলে টোকিও অলিম্পিকে ইজরায়েলি জিমনাস্টিক আর্টেম ডলগোপিয়াটকে মেডেল পরানোর মুহূর্তে বাজানো হয়েছিল ইজরায়েলের জাতীয় সঙ্গীত 'হাতিকবাহ'। সেই গানের সুরের সঙ্গে আশ্চর্য মিল বলিউড সিনেমা '‌দিলজ্বলে’‌র 'মেরা মুলুক মেরা দেশ' গানের। যার সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন অনু মালিক। তারপরই প্রশ্ন উঠেছে অনু কি তবে ইজরায়েলের রাষ্ট্রীয় সঙ্গীতের সুর নকল করেছেন?

https://twitter.com/maadalaadlahere/status/1422025767404199937

এরপরই অনু মালিককে নিয়ে একাধিক মিমে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। নেটিজেনরা অভিযোগ, অনু মালিক অন্য দেশের জাতীয় সঙ্গীতের সুর চুরি করেছেন। তারপরই ট্রেন্ডিং হয়ে ওঠে সঙ্গীত পরিচালকের নাম। উল্লেখ্য, 'দিলজ্বলে' সিনেমার দেশাত্মবোধক এই গানটির মুক্তি ১৯৯৬ সালে। সিনেমায় অজয় দেবগণের কন্ঠে শোনা গিয়েছিল গানটি। গেয়েছিলেন কুমার শানু ও আদিত্য নারায়ণ। সে সময় বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছিল এই গানটি।

https://twitter.com/AnilPil63050188/status/1421885175261110277 https://twitter.com/Dmohit36Dogra/status/1422027127138840576

যদিও এই প্রথমবার নয়! এর আগেও অনু মালিকের বিরুদ্ধে অগুণতিবার সুর চুরির অভিযোগ উঠেছে। প্রায় ৪০ বছর ধরে বলিউডের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন অনু মালিক। তাঁর পরিচালনায় জনপ্রিয় গানগুলির মধ্যে দিল মেরা চুরায়া কিউ, নিন্দ চুরায়ি মেরি, নেশা ইয়ে প্যায়ার কা নেশা হ্যায়, কহো না কহো সহ ৬০টি গান আন্তর্জাতিক গানের সুরই চুরি করা বলে অভিযোগ। এমনকী নুসরত ফতে আলি খানের গানের সুরও নকল করেছেন অনু মালিক। এবার অন্য দেশের জাতীয় সঙ্গীত চুরি করার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলেন তিনি।

https://twitter.com/Jackiebidu/status/1422012101065801728 https://twitter.com/laluwitharana/status/1421901996919984137 https://twitter.com/ThinkinHashtag/status/1421886172725456896