শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

‘খেলতে ভালোবাসি, আমি এবার খেলতে যাব ত্রিপুরায়, কর্নার থেকে গোলও দেব,’ বিপ্লব দেবের রাজ্যে যাবেন অনুব্রত

০৯:১১ পিএম, সেপ্টেম্বর ১২, ২০২১

‘খেলতে ভালোবাসি, আমি এবার খেলতে যাব ত্রিপুরায়, কর্নার থেকে গোলও দেব,’ বিপ্লব দেবের রাজ্যে যাবেন অনুব্রত

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ একুশের নির্বাচনে জিতে, তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় এসে জাতীয় স্তরে সংগঠন আরও মজবুত করতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করাই ঘাসফুল শিবিরের লক্ষ্য। এই লক্ষ্য পূরণের জন্য তৃণমূল বিজেপি শাসিত রাজ্য, যেখানে সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, সেই রাজ্যগুলিকে টার্গেট করেছে। তাই এই মুহূর্তে তৃণমূলের পাখির চোখ বিজেপিশাসিত ত্রিপুরা। ত্রিপুরায় নিজের সংগঠন মজবুত করতে উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। এদিকে সংগঠনের কাজে ত্রিপুরায় গিয়ে বারবার নানা বাঁধা এবং হামলার সম্মুখীন হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রী এবং কর্মীরা। সেই তালিকায় রয়েছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তা নিয়ে কম চর্চা হয়নি।

তবে, এবার ত্রিপুরার বিজেপিকে নয়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে দলের প্রচারে ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার তিনি যাবেন বিপ্লব দেবের রাজ্যে।

রবিবার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে তৃণমূল কংগ্রেসের আয়োজিত এক যোগদান শিবিরে এই ত্রিপুরা সফর নিয়ে তাঁর পরিকল্পনার কথা বলেন অনুব্রত মণ্ডল। এদিন তিনি বলেন, ‘এবার ছক পাল্টে খেলব। রেফারি হব না। খেলতে ভালোবাসি তাই আমি এবার খেলতে যাব ত্রিপুরায়। কর্নার থেকে গোলও দেব।’

উল্লেখ্য, এদিনের ওই যোগদান শিবিরে বিজেপির কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। যোগদান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে অনুব্রত বলেন, ‘ভোটের আগে বিজেপি নেতৃত্ব যেভাবে মিথ্যে বলেছে তাতে কেউ আর ওই দলে থাকতে চাইছে না। তাই বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছে।’