শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

তৃণমূল ছাড়ায় দীনেশ ত্রিবেদীকে ফোন করে অভিনন্দন অর্জুন সিংয়ের

০৮:৫৮ এএম, ফেব্রুয়ারি ১৩, ২০২১

তৃণমূল ছাড়ায় দীনেশ ত্রিবেদীকে ফোন করে অভিনন্দন অর্জুন সিংয়ের
দীনেশ ত্রিবেদীর জন্য একদিন তৃণমূল ছেড়েছিলেন তৃণমূলের প্রভাবশালী নেতা অর্জুন সিং। শুক্রবার সেই দীনেশ ত্রিবেদী বিজেপি-তে যোগ দেওয়ার পর তাঁকেই ফোন করে স্বাগত জানালেন অর্জুনবাবু। ২০১৯ সালে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট পাওয়ার আশায় ছিলেন অর্জুন সিং। কিন্তু শেষ পর্যন্ত দীনেশবাবু টিকিট পাওয়ায় দল ছাড়েন অর্জুন সিং। এরপর বিজেপি-তে যোগদান করে সেই ব্যারাকপুর আসন থেকেই লোকসভা নির্বাচনে দীনেশবাবুকে হারান তিনি। সেই সময় দীনেশ-অর্জুন বাকযুদ্ধ তুঙ্গে উঠেছিল। স্বভাবতই আশা করা হয়েছিল, দীনেশ ত্রিবেদী বিজেপি-তে এলে আপত্তি থাকবে অর্জুনের। কিন্তু কথায় বলে, 'এভরিথিং ইজ ফেযার ইন লাভ অ্যান্ড ওয়ার।' রাজনীতিতেও বোধ হয় তাই। রাজনৈতিক মহলকে অবাক করে দিয়ে অর্জুন জানিয়েছেন, দীনেশ ত্রিবেদীকে বিজেপি-তে স্বাগত জানাচ্ছেন তিনি। দীনেশ ত্রিবেদীকে ভাল মানুষ, অভিজ্ঞ রাজনীতিক বলেও প্রশংসা শোনা গিয়েছে অর্জুনের গলায়। এখানেই শেষ নয়, দীনেশ ত্রিবেদীকে নিজে ফোন করে তৃণমূল ছাড়ায় অভিনন্দনও জানিয়েছেন ব্যারাকপুরের সাংসদ। অর্জুনবাবুর দাবি, তিনি দীনেশবাবুকে জানিয়েছেন বিজেপি-তে একসঙ্গে তাঁরা আরও ভাল ভাবে কাজ করবেন।