শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বাংলায় ভোটষষ্ঠীর সকালে নির্ভয়ে, রেকর্ডহারে ভোটদানের বার্তা দিয়ে টুইট মোদী-শাহের

১১:০৫ এএম, এপ্রিল ২২, ২০২১

বাংলায় ভোটষষ্ঠীর সকালে নির্ভয়ে, রেকর্ডহারে ভোটদানের বার্তা দিয়ে টুইট মোদী-শাহের
বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ বাংলায় ষষ্ট দফার নির্বাচন। চার জেলার ৪৩ আসনে হবে ভোটগ্রহণ। ভোট হবে উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে। বাংলার বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় টুইট করে ভোটদানের আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় টুইট করে নির্ভয়ে ভোটদানের জন্য আশ্বস্ত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকের টুইটে অমিত শাহ ঘুরিয়ে শাসকদলকে ঘুরিয়ে আক্রমণও করেছেন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলার মানুষকে টুইট করে রেকর্ড হারে ভোটদানের আহ্বান জানান। আজ সকালে টুইট করে অমিত শাহ লেখেন, 'আমি বাংলার ষষ্ঠ দফার নির্বাচনে সকল ভোটারদের বিশেষ করে যুবকদের আবেদন করছি অধিক থেকে অধিকতর সংখ্যায় বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভয়মুক্ত হয়ে ভোট দিন। আপনার একটি ভোট বাংলার গরীব ও বঞ্চিতদের তাদের অধিকার দিতে এবং রাজ্যকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তিপ্রস্তর হবে।' https://twitter.com/AmitShah/status/1385055262604763136 উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর 'ভয়মুক্ত' হয়ে ভোট দেওয়ার কথা বলার কারণ, আগের প্রতি দফায় কমিশনের তরফে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরেও, অশান্তি এড়ানো সম্ভব হয়নি। কোথাও কম, কোথাও আবার বেশি অশান্তি হয়েছে। শীতলকুচির মতো ঘটনা ঘটেছে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের কথা বলেছেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি তরুণসমাজের কোথাও উল্লেখ্য করেছেন টুইটে। অন্যদিকে, ষষ্ঠ দফায় রেকর্ডহারে ভোটদানের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে লেখেন,' পশ্চিমবঙ্গের জনগণ নতুন সংসদ নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। আজ ষষ্ঠ দফার নির্বাচন। যাঁদের এই দফায় ভোট রয়েছে, তাঁদের বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য অনুরোধ করছি।' https://twitter.com/narendramodi/status/1385036971416821763