শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

‘কিছু মানুষ রুচি অনুযায়ী ভাষার ব্যবহার করেছেন’, বাবুলের পোস্টে কুণাল-দিলীপের মন্তব্যের পাল্টা জবাব

০১:১১ পিএম, আগস্ট ১, ২০২১

‘কিছু মানুষ রুচি অনুযায়ী ভাষার ব্যবহার করেছেন’, বাবুলের পোস্টে কুণাল-দিলীপের মন্তব্যের পাল্টা জবাব

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বাবুল সুপ্রিয়কে নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। সোশ্যাল মিডিয়ায় তাঁর একের পর এক পোস্টে ইতিমধ্যেই রাজনীতিতে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। যা ক্রমশ বেড়েই চলেছে। বারবার এইসব পোস্টের মাধ্যমে আসানসোলের সাংসদ দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি রাজনীতি ছাড়ার প্রসঙ্গও উঠে এসেছে তাঁর সাম্প্রতিকের ফেসবুক পোস্টে।

আগেই রাজ্য নেতৃত্বের সঙ্গে মতবিরোধের কথা উল্লেখ করেছিলেন। যদিও সেই বিষয়ে নির্দিষ্ট কারও বিরুদ্ধে মন্তব্য করেননি বাবুল সুপ্রিয়। তবে, বাবুলের সাম্প্রতিকের রাজনীতি ছাড়ার প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষের পাল্টা জবাব দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিধায়ক বাবুল সুপ্রিয়। রাজনীতির ময়দান ছাড়ার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে, ব্যঙ্গের সুর ধরা পড়েছিল বিজেপির রাজ্য সভাপতির গলায়। একই পথে হেঁটেছিলেন কুণালও। এবার তা নিয়ে প্রকাশ্যেই এদের বিঁধলেন বাবুল। তাঁর স্পষ্ট দাবি, রাজনীতি থেকে সরে গেলে, অন্ততপক্ষে প্রতিদিন এই ধরনের ব্যক্তিদের এবং তাঁদের নির্বুদ্ধিতার মুখোমুখি হতে হবে না তাঁকে।

আসল ঘটনার সূত্রপাত শনিবার। ওইদিন আচমকাই ফেসবুকে রাজনীতি থেকে সরে আসার কথা ঘোষণা করেন বাবুল সুপ্রিয়। সংসদ পদ থেকে তিনি ইস্তফা দেবেন বলেও জানান। এই পোস্টকে ঘিরে যখন রাজ্য বিজেপিতে হইচই পড়ে গিয়েছে, সেই সময় আসানসোলের সাংসদের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া হিসেবে ব্যঙ্গের সুরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘মাসির গোঁফ হলে তবেই মাসি বলব না মেসো বলব, তা ঠিক করব। আগে তো মাসির গোঁফ হোক।’

আবার অন্যদিকে, কুণাল ঘোষ এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সংসদে গিয়ে ইস্তফা না দিয়ে, ফেসবুকে বাবুল সুপ্রিয় ‘নাটক’ করছেন বলে মন্তব্য করেন। টুইটারে বাবুলের রাজনীতি ছাড়া এবং ইস্তফা দেওয়ার প্রসঙ্গে কুণাল ঘোষ লেখেন যে, ‘লোকসভা চলছে। স্পিকার বসে আছেন। সেখানে ইস্তফা না দিয়ে ফেসবুকে নাটক। ছাড়ার ইচ্ছে নেই। দৃষ্টি আকর্ষণের মরিয়া চেষ্টা। শোলে-তে জলের ট্যাঙ্কে উঠে ধর্মেন্দ্র আত্মহত্যার হুমকির মতো। আসলে উনি গান করতেন। এখন নাটক করছেন।’

এবার এই নিয়ে জবাব দিতে গিয়েই একযোগে দিলীপ এবং কুণালকে আক্রমণ করেছেন বাবুল সুপ্রিয়। রবিবার ভোর চারটে নাগাদ সংবাদমাধ্যমে প্রকাশিত দিলীপ এবং কুণালের মন্তব্যের স্ক্রিনশট নিয়ে বাবুল লেখেন, “পড়লাম আপনাদের কমেন্টগুলি। যে যার নিজের মতো করে দেখেছেন, বুঝেছেন, সমর্থন করেছেন, তীব্র বিরোধিতা করেছেন, প্রশ্ন করেছেন, কৈফিয়ত চেয়েছেন, কিছু মানুষ নিজেদের রুচি অনুযায়ী ‘ভাষার’ ব্যবহার করেছেন- সবটাই শিরধার্য্য| কিন্তু আপনাদের প্রশ্নের জবাব আমি কাজেও তো দিতে পারি| তার জন্য মন্ত্রী বা সাংসদ থাকার কি দরকার।” এরপরই বাবুল কটাক্ষের সুরে বলেন যে, “দেখুন, এই ধরনের ব্যক্তিত্ব এবং নির্বোধের মতো মন্তব্যের সঙ্গে তো আর রোজ রোজ ডিল করতে হবে না... নীচে দু’টি টাটকা উদাহরণ দিলাম...প্রথম উক্তিটির সৌজন্যে শ্রী কুণাল ঘোষ আর দ্বিতীয়টির শ্রীমান দিলীপ ঘোষ...।”

https://www.facebook.com/BabulSupriyoOfficial/posts/4345583015484473

এদিকে বাবুল সুপ্রিয়র এই মন্তব্য বা কটাক্ষ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি বিজেপির রাজ্য সভাপতি। যদিও পাল্টা উত্তর দিয়েছেন কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘বাবুল বেচারির ঘুম হয়নি। ভোররাতে ফেসবুকে আমাকে আক্রমণ!! আরে, এত কথার কী আছে? আমি লিখেছি ওর ইস্তফার পোস্ট নাটক। ও স্পিকারকে ইস্তফাপত্র দিয়ে প্রমাণ করে দিক ও নাটক করেনি। নাহলে যত পোস্টই করুক, তা নাটকের চিত্রনাট্যই থাকবে। আমি কোনও অসংসদীয় শব্দ লিখিনি। নাটক ধরা পড়ায় ওর কষ্ট!’

https://twitter.com/KunalGhoshAgain/status/1421687395892686850