শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ঘামের কারণে মোজায় ও পায়ে দুর্গন্ধ? জেনে নিন নিমেষে এর থেকে মুক্তির ঘরোয়া উপায়

১০:৫৯ পিএম, মার্চ ১৭, ২০২১

ঘামের কারণে মোজায় ও পায়ে দুর্গন্ধ? জেনে নিন নিমেষে এর থেকে মুক্তির ঘরোয়া উপায়
পায়ে বুট পরে থাকার কারণে ঘেমে দুর্গন্ধ প্রায় সকল মানুষেরই হয়। কিন্তু কিভাবে দূর করবেন এই দুর্গন্ধ? জেনে নিন তার উপায়গুলো। যেমন নুন জলের ব্যবহার করতে পারেন। সাধারণত মোজা বা পা থেকে যে দুর্গন্ধ বের হয় তার কারণ হলো ছত্রাক বা ব্যাকটেরিয়া। তাই প্রতিদিন বাড়ি ফিরে এসেই হালকা গরম জলে নুন ঢেলে ১৫ মিনিট সেই জলের মধ্যে পা ডুবিয়ে রাখুন। নিয়মিত করলে দেখবেন ব্যাকটেরিয়ার সংক্রমণ না হওয়ায় দুর্গন্ধ হবেনা। বেকিং সোডার অ্যাসিডিক উপাদান পা পরিষ্কার রাখতে সহায়তা করে এবং পায়ে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তাই পয়ের দুর্গন্ধ দূর করার কাজে এটিকেও ব্যবহার করা যেতে পারে। কি করবেন দেখুন, প্রথমে পা দু’টো ভাল করে পরিষ্কার করে, পায়ে সামান্য বেকিং সোডা ভাল করে ঘষে নিন। কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে এবার মোজা পরুন। এতে ঘাম হওয়ায় সম্ভাবনা থাকবে না। ফলে দুর্গন্ধ থেকেও মুক্তি পাওয়া যাবে। জুতোর মধ্যেও একটু ছড়িয়ে রাখতে পারেন। চেষ্টা করুন সুতির মোজা ব্যবহার করতে। এতে করে ঘাম কম হবে, ফলে গন্ধ হবে না। প্রতিদিন বাড়ি ফিরে অবশ্যই পা পরিস্কার করুন। এবং রাতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন পায়ে। সপ্তাহে দু’দিন বা তারও বেশি হলে জুতো রোদে দিন। আর এক মোজা এক দিনের বেশি ব্যবহার করবেন না। হাতের সামনে অনেকগুলি মোজা রাখুন। প্রতিদিন এক জোড়া মোজা ধুয়ে দিন।