শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

অলিম্পিক্সে কুস্তিতে ভারতের হয়ে ব্রোঞ্জ জয় বজরং পুনিয়ার‍! গর্বিত সারা দেশ

০৫:৩৫ পিএম, আগস্ট ৭, ২০২১

অলিম্পিক্সে কুস্তিতে ভারতের হয়ে ব্রোঞ্জ জয় বজরং পুনিয়ার‍! গর্বিত সারা দেশ

টোকিও অলিম্পিক্সের কুস্তির সেমিফাইনালে হেরে সোনা ও রুপোর দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন আগেই। তবে দেশকে ব্রোঞ্জ পদক এনে দেওয়ার স্বপ্ন জিইয়ে রেখেছিলেন তিনি। সেই স্বপ্নই এবার পূর্ণ হল। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের ব্রোঞ্জ বাউটে জিতে পদক জিতে নিলেন বজরং পুনিয়া। তাঁর সাফল্যে গর্বিত গোটা দেশ।

[caption id="attachment_25550" align="alignnone" width="1280"]অলিম্পিক্সে কুস্তিতে ভারতের হয়ে ব্রোঞ্জ জয় বজরং পুনিয়ার‍! গর্বিত সারা দেশ অলিম্পিক্সে কুস্তিতে ভারতের হয়ে ব্রোঞ্জ জয় বজরং পুনিয়ার‍! গর্বিত সারা দেশ[/caption]

ব্রোঞ্জ মেডেল বাউটে কাজাখিস্তানের কুস্তিগীর দৌলত নিয়াজবেকভকে হারান বজরং। ৮-০ ব্যাবধানে প্রতিপক্ষকে পরাজিত করে দেশকে এনে দেন পদক। টোকিও অলিম্পিক্সে এই নিয়ে দ্বিতীয় পদক জয় ভারতের। সবমিলিয়ে হাফ ডজন অর্থাৎ ৬। ইতিমধ্যেই বজরং ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

https://twitter.com/rashtrapatibhvn/status/1423960923509694465 https://twitter.com/narendramodi/status/1423962707712114689?s=20

উল্লেখ্য, গতকাল সেমিফাইনালের ম্যাচে অলিম্পিক্স পদক জয়ী ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন রুশ প্রতিপক্ষ হাজি আলিয়েভের বিরুদ্ধে ৫-১২ তে হারেন পুনিয়া। তবে হেরেও রেপেশাজ রাউন্ডের মাধ্যমে পদক জেতার একটা সুযোগ ছিল তাঁর কাছে। সেই সুযোগকেই কাজ লাগালেন তিনি। ম্যাচ জিতে দেশকে এনে দিলেন ব্রোঞ্জ।

https://twitter.com/WeAreTeamIndia/status/1423963713917186053