শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

টানা বেশ কিছুদিন থাকবে ব্যাংক বন্ধ! চটজলদি সেরে ফেলুন জরুরি কাজ!

১০:০৭ পিএম, মার্চ ২১, ২০২১

টানা বেশ কিছুদিন থাকবে ব্যাংক বন্ধ! চটজলদি সেরে ফেলুন জরুরি কাজ!

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ চলতি মাসের শেষ থেকে আগামী এপ্রিল মাসের প্রথম কয়েকদিন টানা বন্ধ থাকবে ব্যাংক। তাই এটাই সঠিক সময় জরুরি কাজ সেরে ফেলার জন্য।

আগামী ২৭ মার্চ থেকে এপ্রিলের ৪ তারিখ, ২০২১ পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। ২৭ মার্চ ২০২১, চলতি মাসের চতুর্থ শনিবার, তাই এই দিন ব্যাংক বন্ধ থাকবে নিয়ম অনুযায়ী৷ ২৮ মার্চ ২০২১, মাসের চতুর্থ রবিবার অর্থাৎ ব্যাংক বন্ধ৷ ২৯ মার্চ ২০২১, হোলি উৎসব, তাই সেদিনও বন্ধ থাকবে সব ব্যাংক৷

এদিকে ৩০ মার্চ ২০২১, পটনা শাখায় ছুটি। যদিও বাকি সব জায়গায় ব্যাংক খোলা থাকবে৷ আবার ৩১ মার্চ ২০২১, অর্থবর্ষের শেষদিন। তাই সেদিন বন্ধ থাকবে সব ব্যাংক৷ ১ এপ্রিল অ্যাকাউন্ট ক্লোজিং-এর দিন৷ ২ এপ্রিল ২০২১, গুডফ্রাইডে অর্থাৎ এইদিনও বন্ধ থাকবে ব্যাংক৷ ৩ এপ্রিল ২০২১, নির্ধারিত কোনও শাখা ব্যাংকে কোনও বিশেষ কারণের জন্য যদিও বন্ধ থাকে, তাও সমস্ত ব্যাংকই খোলা থাকবে বলে জানা গিয়েছে৷

২৭ মার্চ থেকে ৪ এপ্রিল ২০২১ পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে, মাঝে শুধুমাত্র ৩ এপ্রিল, ব্যাংক খোলা থাকবে। এদিকে টানা এতদিন ব্যাংক বন্ধ থাকায়, গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। আর বাকি রইল ৪ এপ্রিল ২০২১, ওইদিন সপ্তাহের রবিবার, তাই বন্ধ থাকবে ব্যাংক৷ উল্লেখ্য, বিশেষত প্রতিটি রাজ্যের ক্ষেত্রে কিছু কিছু ছুটি আলাদা হয়। তাই এ প্রসঙ্গে বিশদে জানতে রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে ছুটির তালিকা দেখে নিতে পারেন।