শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মে মাসে লম্বা ছুটি ব্যাংকে! কবে কবে? রইলো ছুটির তালিকা

০৮:৫৪ এএম, এপ্রিল ২৮, ২০২১

মে মাসে লম্বা ছুটি ব্যাংকে! কবে কবে? রইলো ছুটির তালিকা

নতুন মাস পড়বে আর দুদিন পরেই। আর নতুন মাস মানেই ব্যাঙ্কে ভিড়। কিন্তু এবারে মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক। অন্তত ক্যালেন্ডার বলছে তেমনটাই।

মে মাসের শুরু থেকেই শুরু হচ্ছে ছুটি। পয়লা মে শ্রমিক দিবসের ছুটি। ২ মে রবিবার বলে এমনিই ছুটি। এরপর আছে একাধিক উৎসব। যার জেরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ক্যালেন্ডার বলছে ৮ মে দ্বিতীয় শনিবার, ৯ মে রবিবার, ১৬ রবিবার, ২২ মে চতুর্থ শনিবার এবং ৩০ মে রবিবার তাই সেই দিন গুলো এমনিই ছুটি। অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, আগামী ৭ মে জামাত–ই–বিদা এবং ১৩ মে ইদ। ১৪ মে আবার পরব রয়েছে।২৬ মে রয়েছে বুদ্ধ পূর্ণিমা। এছাড়াও পরশুরাম জয়ন্তী, বাসব জয়ন্তী ও অক্ষয় তৃতীয়ার জন্য বেশ কিছু রাজ্যের ব্যাংক বন্ধ থাকে।

অর্থাৎ এই রাজ্যে মে মাসে মোট ৯দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই ছুটির দিনগুলোতে ব্যাংকের ই-কর্নারে যে চাপ পড়বে তা খানিকটা আন্দাজ করাই যায়।