শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

আগামী মার্চে মোট ৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক! জেনে নিন ঠিক কোন দিনগুলি...

০৪:২৫ পিএম, ফেব্রুয়ারি ২৪, ২০২১

আগামী মার্চে মোট ৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক! জেনে নিন ঠিক কোন দিনগুলি...
আগামী মাসে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ছুটির দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এমনটাই ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই নিয়ম জারি থাকবে পশ্চিমবঙ্গেও। মার্চ মাসে দেশজুড়ে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং চারটে রবিবার ছাড়াও ব্যাঙ্ক বন্ধ থাকবে আরও পাঁচ দিন। আগামী মার্চ মাসে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে চলবে বিভিন্ন পরব। সব পরবে ছুটি ঘোষণা না হলেও মোট ৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্কিং পরিষেবা। ব্যাঙ্কের ছুটিগুলি মূলত তিনটি ক্যাটাগরিতে হচ্ছে। 'নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট' (Holiday under Negotiable Instruments Act), 'নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অ্যান্ড রিয়াল টাইম গ্রস সেটলমেন্ট' (Holiday under Negotiable Instruments Act and Real Time Gross Settlement Holiday) এবং 'ব্যাঙ্ক ক্লোজিং অফ অ্যাকাউন্টস' (Banks: Closing of Accounts)। সাধারণত ব্যাঙ্ক বন্ধ থাকলে এটিএমের ভরসাতেই থাকেন সাধারণ মানুষ। তবে বিভিন্ন ক্ষেত্রে সেখানেও নানা সমস্যা দেখা দেয়। ফলে ব্যাঙ্ক চালু থাকা অবস্থায় সমস্ত জরুরি কাজ মিটিয়ে ফেলাই বেশ বুদ্ধিমানের কাজ। তাই ঠিক কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা তা জানাও আবশ্যক। তাহলে আসুন জেনে নিই মার্চ মাসে ঠিক কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক... ছুটির দিনগুলি- ১. ছাপচার কুট (Chapchar Kut) : ৫ মার্চ ২. মহাশিবরাত্রি (Mahashivratri) : ১১ মার্চ ৩. বিহার দিবস (Bihar Divas) : ২২ মার্চ ৪. হোলি (Holin, 2nd Day)/ধুলেটি (Dhuleti)/ইয়াওসাঙ্গ (Yaosang 2nd Day) : ২৯ মার্চ ৫. হোলি (Holi) : ৩০ মার্চ প্রসঙ্গত উল্লেখ্য, অর্থবর্ষের শেষ মাস মার্চে দু'দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাকও দেওয়া হয়েছে। এছাড়াও মোট ৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। ফলে সাধারণ মানুষের মনে বেশ আশঙ্কারই সৃষ্টি হয়েছে।