বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

অবসর ভেঙে ফের কি ২২ গজে ফিরছেন মহারাজ? ডিসেম্বরে ব্যাট হাতে সৌরভ নামবেন এই মাঠে

০১:৩৩ পিএম, নভেম্বর ২০, ২০২১

অবসর ভেঙে ফের কি ২২ গজে ফিরছেন মহারাজ? ডিসেম্বরে ব্যাট হাতে সৌরভ নামবেন এই মাঠে

অবসর ভেঙে ফের মাঠে নামতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। চলতি বছরের ডিসেম্বরেই ব্যাট হাতে ২২ গজে নামতে দেখা যাবে মহারাজকে। তাও আবার নিজের 'ঘরের মাঠ'-এই। আগামী ৩ ডিসেম্বর নিজের প্রিয় ইডেন গার্ডেন্সে ফের একবার প্যাড, গ্লাভস পরে খেলতে নামবেন সৌরভ। নাহ, কোনও বিজ্ঞাপনের শুটিং বা রিয়ালিটি শো নয়! বরং বাস্তবেই চুটিয়ে ক্রিকেট খেলবেন দাদা৷

[caption id="attachment_40673" align="alignnone" width="1000"]অবসর ভেঙে ফের কি ২২ গজে ফিরছেন মহারাজ? ডিসেম্বরে ব্যাট হাতে সৌরভ নামবেন এই মাঠে অবসর ভেঙে ফের কি ২২ গজে ফিরছেন মহারাজ? ডিসেম্বরে ব্যাট হাতে সৌরভ নামবেন এই মাঠে[/caption]

নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে ব্যাপারটা ঠিক কী? আসলে আগামী ৪ ডিসেম্বর কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের (BCCI) এজিএম (AGM)। আর প্রথা অনুযায়ী, এজিএমের আগের দিন বোর্ডের কর্তারা নিজেদের ক্রিকেট ম্যাচের আয়োজন করেন৷ সমস্ত বোর্ড কর্তাই তাতে অংশ নেন। এ বছর এজএম হতে চলেছে কলকাতায়৷ তার আগের দিনই ইডেনে হবে বোর্ড সভাপতি একাদশ এবং বোর্ড সচিব একাদশের ম্যাচ। অর্থাৎ ২২ গজে মুখোমুখি লড়াই হবে সৌরভ গাঙ্গুলি ও জয় শাহ-এর৷ তাঁদের গায়ে থাকবে বিসিসিআইয়ের জার্সি।

প্রসঙ্গত, গতবছর বিসিসিআইয়ের এজিএম হয়েছিল আহমেদাবাদ। গতবার তাই এজিএমের আগের দিন শহরের মোতেরা স্টেডিয়ামে ব্যাট হাতে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল বোর্ড সভাপতি সৌরভকে। দীর্ঘ দিন পর ব্যাট হাতে নেমে সেই ম্যাচে হাফ সেঞ্চুরিও করেছিলেন দাদা। চলতি বছর বোর্ডের এজিএম হতে চলেছে সৌরভের নিজস্ব শহরেই। কলকাতার এজিএমের আগের দিন ইডেনে তাই মুখোমুখি ম্যাচ খেলতে ফের দেখা যাবে সৌরভকে।