শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

লর্ডসে ফিরেই নস্টালজিয়ায় ভাসলেন সৌরভ গাঙ্গুলি! ইন্সটাগ্রামে আবেগপ্রবণ পোস্ট মহারাজের

০৩:৩৯ পিএম, আগস্ট ১৩, ২০২১

লর্ডসে ফিরেই নস্টালজিয়ায় ভাসলেন সৌরভ গাঙ্গুলি! ইন্সটাগ্রামে আবেগপ্রবণ পোস্ট মহারাজের

১৯৯৬ সাল। লর্ডসের মাটিতে টেস্ট অভিষেকেই শতরানের নজির গড়েছিলেন এক ভারতীয়। তিনি সৌরভ গাঙ্গুলি। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে ২৫ বছর। খেলোয়াড়ের জীবন পেরিয়ে তিনি এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। এবার আর তাই ক্রিকেটারের বেশে নয়, প্রশাসক হিসেবে লর্ডসের সেই বিখ্যাত বারান্দায় পা পড়ল মহারাজের। প্রিয় ক্রিকেট মাঠে ফিরেই নস্টালজিক হয়ে পড়লেন সৌরভ। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে তা জানানও দিলেন।

বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথমদিনই লর্ডসে পা রাখলেন সৌরভ। তাঁকে ‘প্রিন্স অব ক্যালকাটা’ আখ্যা দেওয়া কিংবদন্তি জিওফ্রে বয়কটের পাশে বসে রোহিত শর্মা-কেএল রাহুলের দুরন্ত ব্যাটিংয়ের সাক্ষীও থাকলেন। তবে প্রিয় স্টেডিয়ামে ফিরে পুরনো দিনের স্মৃতিতে ভেসে গেলেন তিনি। দিন শেষে সেই স্মৃতিচারণ ভেসে উঠল তাঁর ইনস্টাগ্রাম পোস্টেও।

ইনস্টাগ্রামে নিজের ক্রিকেটীয় জীবনের চারটি ছবির কোলাজ সাজিয়ে মহারাজ লেখেন, '১৯৯৬ সালে প্রথম ক্রিকেটার হিসেবে এখানে এসেছিলাম। পরে অধিনায়ক হিসেবেও এসেছিলাম। বৃহস্পতিবার বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে এসে খেলা উপভোগ করলাম। ভারত সারাক্ষণই ভাল জায়গায় ছিল। এ যেন রাজকীয় ক্রিকেটের প্রতিচ্ছবি।'

https://www.instagram.com/p/CSeizpxl_5e/?utm_source=ig_web_copy_link

উল্লেখ্য, লর্ডসের ঐতিহাসিক বারন্দার সঙ্গে সৌরভ গাঙ্গুলির ক্রিকেটীয় জীবনের একাধিক স্মৃতি জড়িয়ে। লর্ডসেই টেস্ট অভিষেকে শতরান তাঁর। আবার ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জেতাও লর্ডসের মাঠেই। আর তারপর ব্যালকনি দাদার জামা খুলে ওড়ানোর ছবির সঙ্গে আজ পরিচিত গোটা ক্রিকেট বিশ্বই। এই মাঠ থেকেই শুরু হয়েছিল দাদার 'দাদগিরি'! নিজের ইনস্টাগ্রাম পোস্টে সেসব নস্টালজিয়ার ঝুলিই যেন ফের উপুর করে দিলেন সৌরভ৷