বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সুখবর সূরা প্রেমীদের জন্য! ২৮ টাকায় মিলবে বোতল, শীতেই আসছে বাংলা মদ

১২:১২ পিএম, নভেম্বর ১৪, ২০২১

সুখবর সূরা প্রেমীদের জন্য! ২৮ টাকায় মিলবে বোতল, শীতেই আসছে বাংলা মদ

সূরা প্রেমীদের জন্য ইতিমধ্যেই সুখবর এসেছে। আগামী ১৬ই নভেম্বর থেকেই কমে যেতে চলেছে বিদেশি মদের দাম। প্রায় ২০ থেকে ৩০ শতাংশ হারে কমে যাবে দাম। তবে এবার শুধু বিদেশী মদ নয় সস্তায় মিলবে দেশি মদও। বাংলা মদ নিয়ে এসেছে সুখবর। এবার থেকে মাত্র ২৮ টাকায় মিলবে এই মদ। ২৮ টাকায় মিলবে ৩০০ মিলিলিটারের বোতল পাওয়া যাবে।

জঙ্গলমহলের মহুয়ার গন্ধ মেশানো বাংলা মদ ‘মহুল’। এই মদ শুধু যে কম টাকায় মিলবে এমনটা নয়। আকর্ষণীয় স্বাদেও মিলবে এই বাংলা মদ। এই বছর শীত থেকেই সূরা প্রেমীদের হাতে চলে আসবে এই বাংলা মদ। বাজারে এই মদ আনার মূল লক্ষ্য হল বেআইনি চোলাই মদের ব্যবসা বন্ধ করা। ২০২০ সালে এই সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু সেটি পূরণ হয় না। সেই সময় পাউচ হিসেবে এই মদ বাজারে আনার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কিন্তু সেই সময় দরপত্র ডেকেও উৎপাদন বন্ধ রাখা হয়।

এদিকে শিতেই এই মদ বাজারে আনার পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। এমনকি এই মদ উৎপাদন শুরুও হয়ে গিয়েছে। বীরভূমের আহমেদপুরের SKD নামের একটি সংস্থা এই মদ উৎপাদন আপাতত শুরু করেছে। পাশাপাশি এই মদে থাকবে ১৭.১ শতাংশ অ্যালকোহল। এই মদের নাম ৭০ ডিগ্রি।