শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

নয়া কৃষি আইনের বিরোধিতায়, বনধে কেমন প্রভাব পড়ল বাংলাজুড়ে? কোথায় কোথায় রেল ও সড়ক অবরোধ?

১২:১৭ পিএম, সেপ্টেম্বর ২৭, ২০২১

নয়া কৃষি আইনের বিরোধিতায়, বনধে কেমন প্রভাব পড়ল বাংলাজুড়ে? কোথায় কোথায় রেল ও সড়ক অবরোধ?

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রের তিন নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের কৃষক সংগঠনগুলি। এই ধর্মঘটের নেতৃত্বে রয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। সকাল ৬ টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। চলবে বিকেল ৪ টে পর্যন্ত। নিয়া কৃষি আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় কৃষকদের প্রতিবাদ বিক্ষোভ চলছে।

বাম দলগুলি ছাড়াও কৃষকদের বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেসও। এছাড়াও অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম পার্টি, আম আদমি পার্টি সহ মোট ১২টি বিজেপি বিরোধী দল এই বনধকে সমর্থন জানিয়েছে। ইতিমধ্যেই গোটা দেশজুড়ে ধর্মঘটের প্রভাব পড়েছে। এদিকে, দেশজুড়ে ধর্মঘটের প্রভাব পড়ায় কৃষক নেতা রাকেশ টিকায়েতের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, নতুন কৃষি আইন যে কৃষক স্বার্থবিরোধী, তা সকলেই বুঝছেন। তাই তা প্রত্যাহারের দাবি আরও জোরদার হচ্ছে। প্রয়োজনে ১০ বছর ধরেই এই আন্দোলন চলবে বলেও এদিন জানিয়েছেন তিনি।

https://twitter.com/ANINewsUP/status/1442316838365384706

উল্লেখ্য, দিল্লি-উত্তরপ্রদেশে কিংবা পঞ্জাবের পাশাপাশি এই বনধের আঁচ এসে পড়েছে বাংলাতেও। জেলায় জেলায় চলছে প্রতিবাদ কর্মসূচি, রেল রোকো অভিযান। কৃষকদের ডাকা এই ধর্মঘটে সমর্থন জানিয়েছে বামেরাও। তিন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের সংহতি জানিয়ে পথে নেমেছে বামেরা।  স্বাভাবিকভাবেই এই কারণেই এ রাজ্যেও এই ধর্মঘটের ভালো প্রভাব পড়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় এই ধর্মঘটের প্রভাব ইতিমধ্যেই দেখা গিয়েছে।

https://www.facebook.com/cpimwbpc/posts/1830625880464425   https://www.facebook.com/cpimwbpc/posts/1830637663796580  

কলকাতায় যান চলাচল এই মুহূর্তে ঠিক থাকলেও, কলকাতা সংলগ্ন এলাকা এবং বিভিন্ন জেলায় ভাল প্রভাব দেখা গিয়েছে ইতিমধ্যেই। যাদবপুর, শ্যামনগরে সকাল থেকে চলছে রেল অবরোধ। হুগলির বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধে নেমেছেন সিপিএম কর্মী, সমর্থকরা। ফলে সপ্তাহের প্রথম কাজের দিন পথে নেমে সমস্যা পড়েছেন নিত্যযাত্রীরা।

https://www.facebook.com/cpimwbpc/posts/1830659643794382  

এদিন সকাল থেকেই জেলায় জেলায় চলছে প্রতিবাদ কর্মসূচি। বনধের সমর্থনে সকাল থেকেই রাস্তায় বাম এবং এসইউসিআই কর্মীরা। যাদবপুর স্টেশনে রেল অবরোধ করে বামপন্থীরা। চলে স্লোগানিং। প্রেসিডেন্সি কলেজের পড়ুয়ারাও বিক্ষোভ প্রদর্শন করেন কলেজ স্ট্রিট মোড়ে। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরও দেখা গিয়েছে ৮বি মোড়ে মিছিল করতে। উত্তর ২৪ পরগনার শ্যামনগরেও ট্রেন আটকে দেওয়া হয়। পতাকা হাতে সিপিএম সমর্থকরা রেলট্র্যাকের উপর বসে অবরোধ শুরু করেন। তাঁদের সাফ কথা, কেন্দ্রের আনা নতুন তিনটি কৃষি আইন কৃষক স্বার্থ বিরোধী। তাই তা প্রত্যাহার করা না হলে প্রতিবাদ চলবেই।

https://www.facebook.com/cpimwbpc/posts/1830660447127635  

পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও চলে বিক্ষোভ মিছিল। পুর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর- এ সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে ভারত বনধ কর্মসূচি পালিত হয়। বিনপুর দু'নম্বর ব্লকের শিলদা বাজারে মিছিল করে এসইউসিআই এবং তাদের কৃষক সংগঠন AIKKMS। এদিন বনধ সমর্থকরা শিলদা বাজারে মিছিল করে।

https://www.facebook.com/cpimwbpc/posts/1830657130461300  

সাতসকালে মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল এসইউসিআই এর। মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডের সামনেই বাস আটকায় ধর্মঘটিরা। মেদিনীপুর শহরের হেড পোস্ট অফিসের গেটে তালা দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বাম এবং এসইউসিআই কর্মীরা। জেলার অন্য প্রান্তেও রাস্তায় নেমেছে ধর্মঘটিরা। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের একাধিক প্রান্তে আটকানো হয় বেসরকারি বাস। পাঁশকুড়া বাসস্ট্যান্ডের সামনেই পথ অবরোধ করে বাম সমর্থকেরা। এদিকে, কল্যানী এক্সপ্রেসওয়েতে আটকে যায় বিজেপি বিধায়ক অসীম সরকারের গাড়ি। তার সামনেই স্লোগান তোলেন বাম সমর্থকরা।

https://www.facebook.com/cpimwbpc/posts/1830662683794078   https://www.facebook.com/cpimwbpc/posts/1830639310463082  

এদিন রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি হুগলি জেলার বিভিন্ন প্রান্তে ধর্মঘট পালিত হয়। হুগলী জেলার পাণ্ডুয়াতে সাধারণ ধর্মঘটের সমর্থনে রেল অবরোধ চলছে। চুঁচুড়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে শামিল ধর্মঘট সমর্থকরা।

https://www.facebook.com/cpimwbpc/posts/1830671710459842  

কৃষি আইনের প্রতিবাদে বর্ধমান জেলাতেও ধর্মঘট পালিত হয়। বর্ধমানের মেমারি শহরে রেল ও জিটি রোড অবরোধ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বনধ পালিত হয়।

https://www.facebook.com/cpimwbpc/posts/1830664710460542   https://www.facebook.com/cpimwbpc/posts/1830674473792899 https://www.facebook.com/cpimwbpc/posts/1830681093792237 এছাড়াও নয়া কৃষি আইনের প্রতিবাদে কৃষক সংগথঙ্গুলিত ডাকা ধর্মঘটের সমর্থনে মালদা জেলায় মিছিল ও পিকেটিং করা হয়। https://www.facebook.com/cpimwbpc/posts/1830640873796259   বাঁকুড়া জেলাতেও আজকের ধর্মঘটের প্রভাব পড়েছে। বনধ এর সমর্থনে মিছিল ও পিকেটিং করা হয় এই জেলাতেও।