শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

‘ভবানীপুর জেতার পর অন্য রাজ্যেও যাব, বিজেপিকে দেশছাড়া করবই'! আত্মবিশ্বাসী মমতার দাবি

০৬:৫১ পিএম, সেপ্টেম্বর ২৬, ২০২১

‘ভবানীপুর জেতার পর অন্য রাজ্যেও যাব, বিজেপিকে দেশছাড়া করবই'! আত্মবিশ্বাসী মমতার দাবি

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভবানীপুরের উপনির্বাচন হাইভোল্টেজ নির্বাচন। যেমনটা ছিল একুশের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র। কারণ, উভয় কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। সামান্য ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ব্যাপক সংখ্যা গরিষ্ঠতায় জিতে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। হারলেও ক্ষমতায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রী পদে থাকতে গেলে, তাঁকে ৬ মাসের মধ্যে জিতে আসতে হবে। তাই ভবানীপুরে ভোটে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক কারণেই এই নির্বাচনী লড়াই সম্মানের লড়াই তৃণমূল নেত্রীর কাছে। জোরকদমে হয়েছে প্রচার। আজ ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ রবিবাসরীয় প্রচার।

আজকের নির্বাচনী সভায় হাজির ছিলেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা-নেত্রীরা। নেত্রী সমর্থনে এদিন হাজির ছিলেন গায়ক নচিকেতাও। সাদরে তাঁকে অভ্যর্থনা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ও এখানে এসেছে, আমি খুব খুশি। তবে একটা গান শুনিয়ে যাবে। ওঁর গান আমার খুব ভাল লাগে।’ এদিনের মঞ্চ থেকেই মোদী-সহ বিজেপি পার্টিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ‘এরা জুমলা পার্টি। হেরে গিয়ে এজেন্সি পাঠাচ্ছে। বাইরে থেকে এসে উস্কানি দিচ্ছে। আমরা চাইলে কান মুলে ফেরত পাঠিয়ে দিতাম।’

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/240315464710794

ভবানীপুর থেকেই যে জাতীয় রাজনীতিতে নজর, তা আরও একবার স্পষ্ট করে দিলেন এদিনের নির্বাচনী সভা থেকে। তিনি বলেন, ‘ভবানীপুর জেতার পর আমরা অন্য রাজ্যেও যাব। বিজেপিশাসিত রাজ্যে কেউ থাকতে পারে না। বিজেপি জীবন নিতে জানে, নিতে জানে না। যা ইচ্ছে তাই করছে বিজেপি। এদের দেশ ছাড়া করতেই হবে। বিজেপি শাসিত রাজ্যে মানুষ মুখ খুলতে পারে না। বিজেপি-কে দেশছাড়া করবই।’

এদিন ভোটমঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একপ্রকার রিপোর্ট কার্ড পেশ করেন। তিনি বলেন, ‘লকডাউনের সময় সকলের জন্য রেশনের ব্যবস্থা করেছি। কোভিডের মধ্যে গিয়েও সবাইকে খবার দিয়ে এসেছে। সকলের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। সকলে যাতে ভ্যাকসিন পায় তার ব্যবস্থা করেছি। দুদিনের মধ্যে আবার দুর্যোগ কিন্ত, রাজ্য সরকার প্রস্তুত আছে বলে আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ ঝড়বৃষ্টি হলে বিদ্যুৎ সংযোগ নিয়ে সাবধান হওয়ার আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।