শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

এটিএমে কার্ড ঢোকালেই মিলবে না টাকা! জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ SBI-এর

০৬:৫৩ পিএম, অক্টোবর ৩০, ২০২১

এটিএমে কার্ড ঢোকালেই মিলবে না টাকা! জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ SBI-এর

দীর্ঘদিন ধরে ব্যাঙ্কিং জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছে জালিয়াত চক্র। এটিএমের মাধ্যমেও চলছে জালিয়াতি। অনেক সময় হারিয়ে যাওয়া এটিএম কার্ডের সাহায্যেও গ্রাহকদের টাকা তুলে নিচ্ছে জালিয়াতরা৷ তা রুখতে বেশ কয়েক মাস আগেই একটি বড় নিয়ম জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই নিয়ম এবার আরও কড়াভাবে মেনে চলার জন্য গ্রাহকদের সতর্ক করল এসবিআই৷

[caption id="attachment_37865" align="alignnone" width="696"]এটিএমে কার্ড ঢোকালেই মিলবে না টাকা! জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ SBI-এর এটিএমে কার্ড ঢোকালেই মিলবে না টাকা! জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ SBI-এর[/caption]

সম্প্রতি এসবিআই-এর তরফে ট্যুইট করে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এটিএমের মাধ্যমে বেশি অঙ্কের টাকা তুলতে গেলেই এবার বাধ্যতামূলক মোবাইল নম্বরও। অর্থাৎ এবার থেকে কোনও গ্রাহক যদি এটিএমে ১০ হাজার বা তার বেশি পরিমাণ অর্থ তুলতে যান, তাহলে তাঁকে ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরটিও সঙ্গে রাখতে হবে। ১০ হাজারের বেশি টাকা তোলবার সময় ওই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটি ব্যবহার করার পরেই টাকা তোলা যাবে।

[caption id="attachment_37864" align="alignnone" width="1200"]এটিএমে কার্ড ঢোকালেই মিলবে না টাকা! জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ SBI-এর এটিএমে কার্ড ঢোকালেই মিলবে না টাকা! জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ SBI-এর[/caption]

বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, শুধু কার্ডের মাধ্যমে একবারে সর্বোচ্চ ৯,৯০০ টাকা তোলা যাবে। এর বেশি টাকা তুলতে হলে একাধিক লেনদেন করতে হবে। তবে গ্রাহকরা যদি অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলেন, তখন এই পদ্ধতি কার্যকর হবে না। কারণ, এখনও ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ (এনএফএস) ব্যবস্থায় এই পদ্ধতিকে যুক্ত করা হয়নি। এনএফএস ব্যবস্থা হল এমন এক ব্যবস্থা যার মাধ্যমেই সব ব্যাঙ্কের গ্রাহকরা অন্য যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারেন। তাই শুধুমাত্র এসবিআই-এর এটিএমের শাখাগুলিতেই এই নিয়ম আপাতত জারি থাকবে বলে জানানো হয়েছে।

https://twitter.com/TheOfficialSBI/status/1452184579100614656?t=n6FzD9_weYq4dWNeMH0JWw&s=19