বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

হার প্রত্যাশিত ছিল: বিমান বসু

১০:০১ এএম, অক্টোবর ৪, ২০২১

হার প্রত্যাশিত ছিল: বিমান বসু

স্বাধীনতার পর এই প্রথমবার বামশুন্য বিধানসভা তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফলের এর পুনরাবৃত্তি ঘটল উপনির্বাচনেও। এই ফল প্রত্যাশিত ছিল বলেই জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। একই সঙ্গে আগামী উপনির্বাচনের সংযুক্ত মোর্চা লড়বে কিনা সে বিষয়েও জল্পনা জিইয়ে রাখলেন।

উপ নির্বাচনের হার নিয়ে বিমান বসু বলেন, "ফল যা হওয়ার ছিল তাই-ই হয়েছে। ব্যতিক্রমী রেজাল্ট হবে বলে মনে করিনি। ভোটের হার বিশাল বাড়বে এটাও ভাবিনি। একথা ঠিক কিছু মানুষ ভোট দেয়নি ভবানীপুরে। কেন দিল না জানি না সেটা। আর অন্যান্য জায়গায় ভোট ভালোই হয়েছে। সেখানেও যা হওয়ার তাই হয়েছে।''

৩০ অক্টোবর উপনির্বাচন রয়েছে আরও চার কেন্দ্রে। সেখানের তৃণমূল প্রার্থীর নাম ইতিমধ্যেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেই কি সংযুক্ত মোর্চা লড়বে? নাকি স্বতন্ত্র ভাবে প্রার্থী দেবে বাম কংগ্রেস? এই প্রশ্ন উঠতেই জল্পনা জিইয়ে রাখলেন বিমান বাবু। বলেন, "লড়াই কিভাবে হবে সেটা পরে ঘোষণা করা হবে"। যদিও সংযুক্ত মোর্চা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের ভিতরের একাংশ। তবে উপনির্বাচনে সংযুক্ত মোর্চা একসঙ্গে করে কিনা সেটাই এখন দেখার।