শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বাকি প্রার্থী তালিকা চূড়ান্ত অনুমোদনের জন্য আজ দিল্লিতে বৈঠক বিজেপির

১০:০৮ এএম, মার্চ ১৩, ২০২১

বাকি প্রার্থী তালিকা চূড়ান্ত অনুমোদনের জন্য আজ দিল্লিতে বৈঠক বিজেপির

শনিবার দিল্লিতে বৈঠকে বসতে চলেছে বিজেপির নির্বাচন কমিটি। উদ্দেশ্যে শুক্রবার রাতে দিল্লি উড়ে গিয়েছেন দিলীপ ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহারা।

পশ্চিমবঙ্গের দোরগোড়ায় কড়া নাড়ছে একুশের বিধানসভা নির্বাচন। 27 মার্চ হবে প্রথম দফার নির্বাচন। ২৯৪ টি আসনে চলবে ভোটগ্রহণ। ইতিমধ্যে দু'দফার ভোটের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বাকি এখনো ছয় দফায় প্রার্থী ঘোষণা করার। গতকাল উড়ে যাওয়ার আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, আপাতত তিন দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে আজকের বৈঠক।

জানা যাচ্ছে, আগামীকাল হয়তো সেই তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। যদিও ইতিমধ্যেই রাজ্যে বিজেপি স্তরের নেতারা তালিকা তৈরি করে ফেলেছেন। এবার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যাচ্ছেন দিল্লিতে। সেখানে এই তালিকা নিয়ে আর এক প্রস্থ উচ্চ পর্যায়ের বৈঠক হবে। পরে ঘোষিত হবে তিন দফার প্রার্থী তালিকা। প্রসঙ্গত ইতিমধ্যেই 291 টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। এছাড়াও অধিকাংশ আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট।

অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারের ভোটে প্রথম দফাতেই রাজ্যে আসছে কয়েকশো কেন্দ্রীয় বাহিনী। যাতে থাকবেন 70 হাজারের বেশি জওয়ান।