মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সাতসকালে দিলীপকে লক্ষ্য করে ‘খেলা হবে’ স্লোগান! পাল্টা কী জবাব দিলেন বিজেপির শীর্ষ নেতা?

১০:৪৯ এএম, নভেম্বর ২০, ২০২১

সাতসকালে দিলীপকে লক্ষ্য করে ‘খেলা হবে’ স্লোগান! পাল্টা কী জবাব দিলেন বিজেপির শীর্ষ নেতা?

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সাতসকালে প্রাতঃভ্রমণের মাঝে ‘খেলা হবে’ স্লোগান নিয়ে রীতিমতো হইচই। এদিন নিউটাউনের ইকো পার্কে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে লক্ষ করে ‘খেলা হবে’ স্লোগান দেওয়া হয়। কিছু ব্যক্তি ‘খেলা হবে’ লেখা টিশার্ট পড়ে ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন এবং দিলীপ ঘোষকে লক্ষ করে ‘খেলা হবে’ স্লোগান দেন। বিজেপি নেতা দাবি করেছেন, তৃণমূল কর্মীরাই এই স্লোগান দিয়েছেন। তবে, বিজেপি নেতাও পাল্টা জবাব দিতে ছাড়েননি। ‘খেলা হবে’র পালটা জবাবও দিয়েছেন দিলীপ ঘোষ। ‘ত্রিপুরায় কাপ হবে’ বলেই দাবি তাঁর।

উল্লেখ্য, অন্যান্য দিনের মতোই শনিবার প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সেই সময়ই ‘খেলা হবে’ স্লোগান লেখা টি-শার্ট পরে বেশ কয়েকজনকে হাঁটতে দেখা যায়। তাঁরাই প্রথমে বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতিকে সুপ্রভাত জানান। এরপরেই তাঁকে লক্ষ্য করে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান দেন। পাশাপাশি ত্রিপুরায় তৃণমূলের উপর হামলার অভিযোগ তুলে বিজেপিকে আক্রমণ করে তাঁরা। ওই তৃণমূল কর্মীদের দাবি, বিজেপি ভয় পেয়েছে, আর তাই বারবার ত্রিপুরায় তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের উপর হামলা করেছে। খুব দ্রুতই বাংলার মতই ত্রিপুরা, গোয়াতেও ঘাস ফুলশিবির ক্ষমতায় আসবে। এ ব্যাপারে তাঁরা আশাবাদী। এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে লক্ষ্য করে ‘খেলা হবে’ স্লোগান দেওয়া হলে, তিনিও জবাব দেন। দিলীপ ঘোষ পাল্টা জবাবে বলেন, ‘ত্রিপুরায় কাপ হবে।‘

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ত্রিপুরাতেই রয়েছেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়। এছাড়াও সায়নী ঘোষও রয়েছেন সেখানে। শনিবার ফিরহাদ হাকিমের সভা রয়েছে ত্রিপুরায়।