বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

'হর ঘর জল প্রকল্প'! পুরভোটের আগে বিজেপির ইস্তেহার প্রকাশ

১০:২২ পিএম, ডিসেম্বর ৮, ২০২১

'হর ঘর জল প্রকল্প'! পুরভোটের আগে বিজেপির ইস্তেহার প্রকাশ
পুরভোটের আগে দলীয় ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। তবে সেই ইস্তেহারে দেখা গেল রাজ্য সরকারের বেশকিছু প্রকল্পেরই পুনরাবৃত্তি ঘটেছে। বিজেপির এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘কলকাতা জিতবে, জিতবে বিজেপি’। [caption id="attachment_42859" align="alignnone" width="720"] 'হর ঘর জল প্রকল্প'! পুরভোটের আগে বিজেপির ইস্তেহার প্রকাশ
[/caption] গেরুয়া শিবিরের ইশতেহারে 'হর ঘর জল প্রকল্প' স্থান পেয়েছে। এর মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। বাড়ি-বাড়ি গিয়ে করোনার টিকাকরণ কর্মসূচি কার্যকর করা হবে। এছাড়াও, পাড়ায়-পাড়ায় সরকারি চিকি‍ৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। মহানগরীকে দূষণ মুক্ত করতে ১০টি স্মোগ টাওয়ার তৈরি করা হবে। [caption id="attachment_42861" align="alignnone" width="720"] 'হর ঘর জল প্রকল্প'! পুরভোটের আগে বিজেপির ইস্তেহার প্রকাশ
[/caption] এছাড়াও ইশতেহারে বলা হয়েছে আদিগঙ্গা কে আরো উন্নত করা হবে। বর্জ্য পদার্থ নিষ্কাশনে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।কলকাতা মেট্রো, ট্রেন, ট্রাম, বাস যাত্রীদের জন্য এমন কার্ড আনা হবে যার মাধ্যমে প্রত্যেকটি পরিবহন যানেই সওয়ার হওয়া যাবে। এদিকে বিজেপি তাদের ইশতেহারে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, যাঁরা পুরভোটে বিজেপির ইস্তেহারের দায়িত্বে ছিলেন, তাঁরা কী কলকাতার নাগরিক পরিষেবা সম্পর্কে আদৌ সচেতন?