শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

বিজেপির পরিবর্তন যাত্রার মূল স্লোগান হয়ে উঠল 'খেলা হবে'

০৮:৫৯ এএম, ফেব্রুয়ারি ১৮, ২০২১

বিজেপির পরিবর্তন যাত্রার মূল স্লোগান হয়ে উঠল 'খেলা হবে'
বিজেপির পরিবর্তন যাত্রার মূল স্লোগান হয়ে উঠল 'খেলা হবে'। স্লোগানে রীতিমতো মেতে উঠলো বিজেপির কর্মী-সমর্থকরা। খেলার জন্য যে তাঁরা প্রস্তুত এবং সেই খেলায় জেতার ব্যাপারে যে তারা আত্মপ্রত্যয়ী তা ধরা পড়ল বিজেপির নেতা নেত্রীদের বক্তব্যেও। বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি, জামালপুর, রায়না খণ্ডঘোষ পরিক্রমা করে বিজেপির পরিবর্তন যাত্রা। রথের সামনে বাইক মিছিল করে বিজেপি নেতা কর্মীরা। সেই মিছিল থেকে একাধিকবার শোনা গেল খেলা হবে স্লোগান। এ ব্যাপারে প্রকাশ্যে মন্তব্যও করেছেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। দেবশ্রী বলেন, "তৃণমূল কংগ্রেস খেলায় আহ্বান জানিয়েছে। তাই আমরা হাত গুটিয়ে চলে যেতে পারি না। তাতে কেউ মনে করে নিতে পারে যে বিরোধীরা ভয় পেয়ে গিয়েছে। যদি কেউ খেলায় আহ্বান করে তবে তো তার উত্তর দিতেই হয়। আমাদের নেতারা তার উত্তর দিচ্ছে। আমরাও তাই বলছি, মে মাসে রাজ্যের আনাচে-কানাচে গেরুয়া আবির খেলা হবে। নির্বাচন ঘোষণার পর তৃণমূল নেত্রীর পাশ থেকে অনেক তারা খসে পড়বে। দুশোর বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। সেই খেলা দেখা যাবে এ রাজ্যে।" বিধানসভা নির্বাচনের কুরুক্ষেত্রে খেলা হবে স্লোগান বিশেষ ভূমিকা ধারণ করেছে। সবকিছু ছাড়িয়ে খেলা হবে-তে মজেছে পশ্চিমবঙ্গের সব প্রান্ত। রাজনীতির আঙিনা ছাড়িয়ে খেলা হবে ডিজে বেজেছে সরস্বতী পুজোর মণ্ডপে, বিয়ের ছাতনা তলায়। তৃণমূল যুব কংগ্রেসের খেলা হবে স্লোগান এখন নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে বিজেপিও। বরং জয় শ্রীরামের বদলে খেলা হবে স্লোগানই বেশি শোনা গেল বিজেপির পূর্ব বর্ধমানের এই পরিবর্তন যাত্রায়।