শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি! চাঞ্চল্য ছাড়াল এলাকায়

০৯:২৪ এএম, সেপ্টেম্বর ৮, ২০২১

অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি! চাঞ্চল্য ছাড়াল এলাকায়

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ, বুধবার সকালে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ভোরবেলায় একদল দুষ্কৃতী বোমা ছুড়ে পালায়। সাংসদের বাড়ির সামনে পাহাড়ারত সিআরপিএফ-এর উপস্থিতি সত্ত্বেও দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালায়। এদিকে, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সত্ত্বেও এমনতর হামলায় স্বাভাবিকভাবেই সাংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন না সাংসদ অর্জুন সিং। এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন। আজ সকাল ৬.৩২ মিনিট নাগাদ এই বোমাবাজির ঘটনাটি ঘটে। বাড়ির গেটে এই বোমা ছোড়া হয়। পরপর তিনটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে সিআরপিএফ-এর বাঙ্কার।

তবে, সাংসদের বাড়িতে এভাবে বোমাবাজির কারণ এখনও স্পষ্ট নয়। যদিও এটাই প্রথমবার নয়। এর আগেও বোমা পড়েছে এই বিজেপি সাংসদের বাড়ির সামনে। কিন্তু তাঁর বাড়িতে হামলা এই প্রথম। এদিকে সাংসদ অর্জুন সিং-এর বাড়িতে এই হামলার জেরে ফের একবার রাজ্য সরকারের বিরুদ্ধে টুইটে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইট করে তিনি লেখেন যে, ‘পশ্চিমবঙ্গে হিংসার শেষ দেখা যাচ্ছে না। সাংসদের বাড়ির সামনে বোমাবাজি আইনশৃঙ্খলার পক্ষে উদ্বেগজনক।’

https://twitter.com/jdhankhar1/status/1435422173120765954

রাজ্যপাল ছাড়াও এই ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘এটা ওর বাড়ির সামনের রোজকার ঘটনা হয়ে গিয়েছে। অর্জুন সিংয়ের মতো নেতাকে নতমস্তক করা যাচ্ছে না সেই কারণেই এই চেষ্টা। তাঁর পরিবার, ব্যবসা সমস্তকিছু দিয়ে অর্জুন সিংকে উক্তত্য করার চেষ্টা করছে। আজ থেকে নয় আড়াই বছর ধরে যেদিন থেকে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এটা হয়ে আসছে। অর্জুন সিং তার যোগ্য জবাব দিচ্ছেন।’