বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ভোটের মুখে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি

০৯:১১ এএম, মার্চ ১৮, ২০২১

ভোটের মুখে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি

ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক হিংসা। এবার বুধবার রাতে ব্যারাকপুরের বিজেপি সংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে চলল বোমাবাজি।

ভোটের আগেই ফের উত্তপ্ত হল জগদ্দল মেঘনা মোড় এলাকা। প্রশাসন সূত্রে খবর, গতকাল রাত দশটা নাগাদ বোমাবাজি হয় জগদ্দলের মেঘনা মোড় এলাকায়। সেসময়ের অর্জুন সিং তার বাড়িতে ছিলেন না। এরপর তিনি রাত সাড়ে দশটা নাগাদ আমার বাড়ি ফিরলে ফের আর একপ্রস্থ বোমাবাজি হয় তার বাড়ির সামনে।

সূত্রের খবর, গতকাল রাতে ভাটপাড়া য় শুরু হয় বোমাবাজি পরপর আট থেকে দশটি বোম ছোড়া হয়। ভাটপাড়ায় আট নম্বর গলি তে চলে বোমা বাজি। দুষ্কৃতীরা এই বোম ছোড়ে বলে অভিযোগ। বোম এর আঘাতে অমিত তেওয়ারি নামে ১৪বছরের এক কিশোর আহত। এছারাও আরও দুজন আহত হয়েছে।

https://twitter.com/ANI/status/1372267999076347905

গোটা ঘটনায় বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। আবার শাসক দলের কর্মী-সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা বাজি করা হয়েছে বলে পাল্টা অভিযোগ এনেছে তৃণমূল। গোটা বিষয়ে অর্জুন সিং জানিয়েছেন, হামলার মূল চক্রী তৃণমূলের দুষ্কৃতীরা।ঘটনা স্থলে গিয়েছে জগদ্দল থানার পুলিশ। এলাকাবাসি এই ঘটনায় ক্ষুব্ধ।