
বংনিউজ২৪x৭ বিনোদন ডেস্কঃ বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এমন একটাও দিন থাকেনা যেখানে কঙ্গনার নাম সংবাদ মাধ্যমে উঠে আসেনা। সমস্ত বিষয়ে কঙ্গনা নির্ভয়ে নিজের মতামত প্রকাশ করতে পিছুপা হননা। বলিউডের অন্ধকার দিক, রাজনৈতিক দিক প্রায় সমস্ত দিকেই নিজের মন্তব্য প্রকাশ করেছেন ঠোঁটকাটা বলিউড কুইন।
এই যুদ্ধের শুরু হয়েছিল বলিউডের অন্যতম সেরা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। কঙ্গনার একটি ভিডিও নাড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে। তারপর বর্তমানে কৃষক আন্দোলনে একাধিক টুইট করে বিতর্কে জড়িয়েছেন বহুবার। সম্প্রতি পপ তারকা রিহানা এদেশের কৃষক আন্দোলন নিয়ে করা মন্ত্যব্য নিয়ে ক্ষুব্ধ হন কঙ্গনা সহ বলিউডের বেশ কিছু তারকা। কঙ্গনা বলেন আমাদের দেশের কৃষক আন্দোলন নিয়ে বিদেশিদের ভাবার কোনো দরকার নেই। এই ঘটনার পরই কঙ্গনাকে একহাত নিলেন কংগ্রেস নেতা হরিশ চন্দ্র মিনা টুইটারে লেখেন “ জানতে আগ্রহি, কঙ্গনাকে কি সমস্ত বিষয়ে কথা বলতে হবে? সোশ্যাল মিডিয়ায় তিনিই কি একমাত্র? তার একাডেমিক / রাজনৈতিক শংসাপত্রগুলি জানতে চাই।“
My credentials …. ha ha I truly believe I am an average human being but among so many fools here on social media I am the best person to lead … so bow down to your Queen 👑 https://t.co/l2Xqf1QBe7
— Kangana Ranaut (@KanganaTeam) February 5, 2021
এর উত্তরে কঙ্গনা বলেন “আমার শংসাপত্রগুলি …. হা হা আমি সত্যই বিশ্বাস করি যে আমি একজন সাধারন মানুষ কিন্তু সোস্যাল মিডিয়ায় কিছু বোকা মানুষ মনে করেন আমি নেতৃত্ব দেওয়ার পক্ষে সেরা ব্যক্তি … তাই আপনার রানীর কাছে মাথা নত করুন”।