শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফের ভোগান্তিতে যাত্রীরা! হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একাধিক লোকাল, দূরপাল্লার ট্রেন চলবে ঘুরপথে

মৌসুমী মোদক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ১০:২৯ পিএম | আপডেট: ডিসেম্বর ৯, ২০২২, ০৪:২৯ এএম

ফের ভোগান্তিতে যাত্রীরা! হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একাধিক লোকাল, দূরপাল্লার ট্রেন চলবে ঘুরপথে
ফের ভোগান্তিতে যাত্রীরা! হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একাধিক লোকাল, দূরপাল্লার ট্রেন চলবে ঘুরপথে

ফের ভোগান্তিতে যাত্রীরা। আগামী ১০ ও ১১ ডিসেম্বর হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ফের বাতিল হতে চলেছে একাধিক লোকাল। দূরপাল্লার অনেক ট্রেনও চলবে ঘুরপথে। শীঘ্রই চালু হওয়ার কথা রয়েছে শিয়ালদা-চন্দনপুর লোকাল। বিগত কয়েক বছর ধরে জোরকদমে চলছে কাজ। সে কারণেই বারুইপাড়া ও চন্দনপুরের মধ্যে চলছে ফোর্থ লাইন তৈরির কাজ।

এই কাজের জন্য এর আগেও বেশ কয়েক দফায় বাতিল হয়েছে বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন। ফের এই ফোর্থ লাইনের কাজের জন্য ১০ ও ১১ ডিসেম্বর বাতিল হচ্ছে একাধিক হাওড়া-বর্ধমান লোকাল। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে।

১০ তারিখ বাতিল থাকছে আপ 36855 হাওড়া-বর্ধমান লোকাল। ১১ তারিখ বাতিল হচ্ছে 36811,36813,36815 আপ হাওড়া-বর্ধমান লোকাল। বর্ধমান থেকে বাতিল হচ্ছে ডাউন 36812,36814,36816, 36856 বর্ধমান-হাওড়া লোকাল।

১০ তারিখ আপ শাখায় ঘুরপথে চলবে 12307 আপ হাওড়া-যোধপুর এক্সপ্রেস, 12321 আপ হাওড়া-মুম্বই CSMT মেল, 12331 আপ হাওড়া-জম্মু তাউই হিমগিরি এক্সপ্রেস। ঘুরপথে চলবে 13165 আপ কলকাতা - সীতামার্হি এক্সপ্রেস, 12987 আপ শিয়ালদহ - আজমির এক্সপ্রেস, 12377 আপ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।

ডাউন শাখায় ঘুরপথে চলবে 22502 নিউ তিনসুকিয়া-বেঙ্গালুরু এক্সপ্রেস, 12370 দেরাদুন-হাওড়া-কুম্ভ এক্সপ্রেস, 12308 যোধপুর-হাওড়া এক্সপ্রেস, 13072 জামালপুর - হাওড়া এক্সপ্রেস, 12346 সরাইঘাট এক্সপ্রেস, 12352 রাজেন্দ্রনগর-হাওড়া এক্সপ্রেস।

তালিকায় আছে ডাউন 13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, 12344 হলদিবাড়ি-শিয়ালদা দার্জিলিং মেল, 12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস। তালিকায় রয়েছে ডাউন 22214 পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস।