বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সেরে নিন জরুরি কাজ! ডিসেম্বরে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা, রইল ছুটির তালিকা

মৌসুমী মোদক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ০২:০১ পিএম | আপডেট: নভেম্বর ৩০, ২০২২, ০৮:০১ পিএম

সেরে নিন জরুরি কাজ! ডিসেম্বরে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা, রইল ছুটির তালিকা
সেরে নিন জরুরি কাজ! ডিসেম্বরে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা, রইল ছুটির তালিকা

সেরে নিন জরুরি কাজ। ডিসেম্বরে ব্যাঙ্কে কাজ থাকলে মিটিয়ে নিতে হবে আগেই। অন্যথায় ছুটির দিনে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না আপনার। কারণ, আগামী মাসে ১৪ দিন ব্যাঙ্কে ছুটি ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।  সেই  ছুটির তালিকা অনুযায়ী,আগামী ডিসেম্বরে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি ১৪ দিনের জন্য বন্ধ থাকবে। এর মধ্যে ক্রিসমাস,বছরের শেষ দিন ও শনিবার-রবিবার ছাড়া অন্যান্য ছুটি রয়েছে।

এমনিতেই প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে। এবার ডিসেম্বরে  ১০ ও ২৪ ডিসেম্বর সেই দিন । এ ছাড়াও ৪, ১১, ১৮ ও ২৫ তারিখ রবিবার ছুটি থাকবে। এমন পরিস্থিতিতে ডিসেম্বর মাসে মোট ৬টি শনি ও রবিবার ছুটি থাকবে।

eserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। ‍‍`হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট‍‍`, ‍‍`হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে‍‍`। এছাড়া রয়েছে-‍‍`ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস‍‍`।

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। এছাড়া অন্যান্য ছুটির ক্ষেত্রে দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।

এবার দেখে নেওয়া যাক ডিসেম্বরে কবে কএবে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে-

৩ ডিসেম্বর সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উৎসব – পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে
৪ ডিসেম্বর রবিবার - সাপ্তাহিক ছুটি
৫ ডিসেম্বর, গুজরাত বিধানসভা নির্বাচন ২০২২ - আহমেদাবাদ
১০ ডিসেম্বর, দ্বিতীয় শনিবার - সারা দেশে ব্যাঙ্ক ছুটি
১১ ডিসেম্বর, রবিবার - সাপ্তাহিক ছুটির দিন
১২ ডিসেম্বর, পা-টোগান নেংমিঞ্জা সাংমা - শিলং
১৮ ডিসেম্বর, রবিবার - সাপ্তাহিক ছুটির দিন
১৯ ডিসেম্বর, গোয়া মুক্তি দিবস - গোয়া
২৪ ডিসেম্বর, বড়দিনের উৎসব ও চতুর্থ শনিবার - দেশব্যাপী
২৫ ডিসেম্বর, রবিবার - সাপ্তাহিক ছুটির দিন
২৬ ডিসেম্বর আইজল, গ্যাংটক, শিলংয়ে ক্রিসমাস উদযাপন, লোসুং, নামসুং-এর কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২৯ ডিসেম্বর, গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন - চণ্ডীগড়
৩০ ডিসেম্বর, ইউ কিয়াং নাংবাহ - শিলং
৩১ ডিসেম্বর, নতুন বছরের প্রাক্কালে আইজলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।