বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

এই পদ্ধতিতে গ্যাস বুকিং করলেই মিলবে এত টাকা ক্যাশব্যাক! দেখে নিন সহজ উপায়

মৌসুমী মোদক

প্রকাশিত: মে ৬, ২০২২, ০২:২১ পিএম | আপডেট: মে ৬, ২০২২, ০৮:২১ পিএম

এই পদ্ধতিতে গ্যাস বুকিং করলেই মিলবে এত টাকা ক্যাশব্যাক! দেখে নিন সহজ উপায়
এই পদ্ধতিতে গ্যাস বুকিং করলেই মিলবে এত টাকা ক্যাশব্যাক! দেখে নিন সহজ উপায় / প্রতীকী ছবি

দিনে দিনে চড়ছে গ্যাসের মূল্য। বিগত কয়েক মাসে গ্যাসের দাম কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের। তবে এবার সস্তায় গ্যাস কেনার সুযোগ পেয়ে গেলেন গ্রাহকেরা। গ্যসের দাম আরও সস্তা করতে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ে পেতে পারেন ক্যাশব্যাক। সম্প্রতি এমনই এক দুর্দান্ত অফার আনল পেটিএম (Paytm)। 

পেটিএম-এর তরফে জানানো হয়েছে, এই অফারে পেটিএম অ্যাপের মাধ্যমে সিলিন্ডার বুকিং করলে সরাসরি ক্যাশব্যাকের সুযোগ পেতে পারেন। সর্বাধিক ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। তবে কেবলমাত্র প্রথমবার সিলিন্ডার বুকিং-এর ক্ষেত্রেই এই অফার প্রযোজ্য। যদি কোনও গ্রাহক প্রথমবার পেটিএম অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং করেন তাহলে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

এই অফারটি সীমিত সময়ের জন্যই প্রযোজ্য। তাই অফারের সুযোগ পেতে চটজলদি পেটিএমের মাধ্যমে গ্যাস বুকিং করে ফেলুন। কীভাবে বুকিং করলে পেতে পারেন এই অবিশ্বাস্য অফার? রইল নিম্নলিখিত সহজ পদ্ধতি-

১. প্রথমে আপনাকে মোবাইল ফোনে Paytm অ্যাপটি ডাউনলোড করতে হবে।
২. এরপর Recharge এবং Pay Bills অপশনে ক্লিক করুন।
৩. এবার আপনাকে book a cylinder-এর অপশন দেখাবে৷
৪. এখানে গিয়ে আপনার গ্যাস প্রোভাইডার নির্বাচন করুন। এক্ষেত্রে এইচপি, ইন্ডেন, ভারত গ্যাসের মতো নানা অপশন পাওয়া যাবে। একটিতে সিলেক্ট করুন।
৫. বুকিং করার সময় প্রোমো কোড হিসেবে ব্যবহার করতে হবে ‘ফার্স্ট গ্যাস কোড’। এই প্রোমো কোড ব্যবহার করার ফলেই আপনি পেতে পারেন সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে ৫০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 
৬. সিলিন্ডার বুকিং করে এরপর পেটিএম-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। তাহলেই আপনার বুকিং হয়ে যাবে।