বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ফের মধ্যবিত্তের পকেটে কোপ! ১২ দিনের মাথায় আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম

চৈত্রী আদক

প্রকাশিত: মে ১৯, ২০২২, ১০:০৭ এএম | আপডেট: মে ১৯, ২০২২, ০৪:০৭ পিএম

ফের মধ্যবিত্তের পকেটে কোপ! ১২ দিনের মাথায় আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম
ফের মধ্যবিত্তের পকেটে কোপ! ১২ দিনের মাথায় আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম / প্রতীকী ছবি

বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ ফের মধ্যবিত্তের পকেটে বড়সড় ধাক্কা। একই মাসে দ্বিতীয়বারের জন্য বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। চলতি মাসের প্রথম দিকেই দেশজুড়ে রান্নার গ্যাসের দাম ১০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে ফের একবার গ্যাসের দাম বাড়ায় হয়রানি বাড়বে আমজনতার। রান্নার গ্যাস সিলিন্ডারের পাশাপাশি দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসেরও।

বুধবার গভীর রাত থেকে রান্নার গ্যাস অর্থাৎ ১৪.২ কেজি সিলিন্ডার পিছু দাম বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা। মূল্যবৃদ্ধির জেরে কলকাতায় ঘরোয়া সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১০২৯ টাকা। দিল্লি ও মুম্বইতে ১৪.২ কেজি সিলিন্ডার পিছু দাম বেড়ে হয়েছে ১০০৩ টাকা। চেন্নাইতে রান্নার গ্যাসের বর্ধিত দাম দাঁড়িয়েছে ১০১৮ টাকা ৫০ পয়সা।

প্রসঙ্গত, গত ৭ মে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৫০ টাকা বৃদ্ধি পায়। ১০০০ টাকার গণ্ডি পার করে গ্যাসের দাম। কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার কিনতে সাধারণ মানুষকে ১০২৬ টাকা খরচ করতে হত। এরই মাঝে ফের বাড়ল ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম।

চলতি মাসের ১ তারিখই ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছিল ১০২ টাকা ৫০ পয়সা। এবার ফের ঘরোয়া এলপিজির পাশাপাশি দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরও। বৃহস্পতিবার থেকে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ৮ টাকা। ফলত কলকাতায় ১৯ কেজি গ্যাস সিলিন্ডার পিছু দাম বেড়ে দাঁড়িয়েছে ২৪৫৪ টাকা। মুম্বইতে এই প্রকার সিলিন্ডার কিনতে খরচ করতে হবে ২৩০৬ টাকা। অন্যদিকে দিল্লি ও চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাসের বর্ধিত দাম ২৩৫৪ ও ২৫০৭ টাকা।

দেশজুড়ে লাগাতার মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস সিলিন্ডারের মূল্য। ভোজ্য তেল, চাল, গমের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও আকাশছোঁয়া। সব মিলিয়ে জীবনধারণ করাই এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে জনসাধারণের পক্ষে। এরই মধ্যে ফের একবার গ্যাসের দাম বৃদ্ধির ফলে মধ্যবিত্তের ভাঁড়ারে একপ্রকার আগুন লাগল।