শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গ্রাহকদের জন্য সুখবর! স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করল HDFC ব্যাঙ্ক

চৈত্রী আদক

প্রকাশিত: মে ১৮, ২০২২, ০৭:৪৫ পিএম | আপডেট: মে ১৯, ২০২২, ০১:৪৫ এএম

গ্রাহকদের জন্য সুখবর! স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করল HDFC ব্যাঙ্ক
গ্রাহকদের জন্য সুখবর! স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করল HDFC ব্যাঙ্ক / প্রতীকী ছবি

বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ গ্রাহকদের জন্য এবার বড় সুখবর দিল দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কিং সংস্থা HDFC। স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার বৃদ্ধি করা হয়েছে HDFC ব্যাঙ্কের পক্ষ থেকে। জানা গিয়েছে, ২০ বেসিস পয়েন্ট বৃদ্ধির ওপর ভিত্তি করেই বাড়ছে সুদের হার।

টাকা সঞ্চয় করার ক্ষেত্রে স্থায়ী আমানত ফিক্সড ডিপোজিটের ওপর মধ্যবিত্তরা অনেকটাই নির্ভর করে। বিনিয়োগের মাধ্যম হিসেবে এর ঝুঁকি নেই বললেই চলে। সেই তুলনায় ক্রিপ্টোকারেন্সি বা মিউচুয়াল ফান্ড অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তাই ফিক্স ডিপোজিটে সুদের হার বৃদ্ধি পাওয়ায় আর্থিক দিক থেকে গ্রাহকরা বেশ লাভবান হবেন।

কেবল HDFC ব্যাঙ্কই নয়, এর আগে সুদের হার বৃদ্ধি করেছে আরও একাধিক ব্যাঙ্ক। দু’দিন আগেই দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার বাড়িয়েছে। এই তালিকায় রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক সহ আরও একাধিক ব্যাঙ্ক।

১০০ বেসিস পয়েন্ট বৃদ্ধি মানে সুদের হার ১ শতাংশ বৃদ্ধি পাওয়া। সেক্ষেত্রে HDFC ব্যাঙ্ক ২০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। অর্থাৎ সুদের হার বেড়েছে ০.২ শতাংশ। এবার এক ঝলকে দেখে নিন প্রতি স্কিম পিছু নয়া সুদের হার কত হয়েছে।

• ৭ থেকে ১৪ দিন – ২.৫০ শতাংশ
• ১৫ থেকে ২৯ দিন – ২.৫০ শতাংশ
• ৩০ থেকে ৪৫ দিন – ৩ শতাংশ 
• ৪৬ থেকে ৬০ দিন – ৩ শতাংশ 
• ৬১ থেকে ৯০ দিন – ৩ শতাংশ
• ৯১ দিন থেকে ৬ মাস – ৩.৫০ শতাংশ
• ৬ মাস ১ দিন থেকে ৯ মাস – ৪.৪০ শতাংশ
• ৯ মাস ১ দিন থেকে ১ বছরের কম – ৪.৫০ শতাংশ
• ১ বছর – ৫.১০ শতাংশ
• ১ বছর ১ দিন থেকে ২ বছর – ৫.১০ শতাংশ
• ২ বছর ১ দিন থেকে ৩ বছর – ৫.৪০ শতাংশ
• ৩ বছর ১ দিন থেকে ৫ বছর – ৫.৬০ শতাংশ
• ৫ বছর ১ দিন থেকে ১০ বছর – ৫.৭৫ শতাংশ