মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ফের ভোগান্তিতে যাত্রীরা! হাওড়া-বর্ধমান শাখার এই লাইনে বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা

মৌসুমী মোদক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২, ১১:০৫ পিএম | আপডেট: ডিসেম্বর ৩, ২০২২, ০৫:০৯ এএম

ফের ভোগান্তিতে যাত্রীরা! হাওড়া-বর্ধমান শাখার এই লাইনে বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা
ফের ভোগান্তিতে যাত্রীরা! হাওড়া-বর্ধমান শাখার এই লাইনে বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা / প্রতীকী ছবি

রেল লাইনে চলবে কাজ। তাই হাওড়া-বর্ধমান কর্ড লাইন, মেন লাইনে থাকবে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক। তার জেরে বাতিল করা হল হাওড়া বর্ধমান মেন এবং কর্ড শাখার একাধিক ট্রেন। টানা ১০ দিন ধরে ট্রেনগুলি বাতিল থাকবে বলে জানা গিয়েছে। এই ক‍‍`দিন হাওড়া-বর্ধমানের কর্ড লাইনে হাতেগোনা কয়েকটি লোকাল ট্রেন চলবে। তবে ট্রেনগুলি দিনভর বাতিল থাকবে না। 

পূর্ব রেল সূত্রে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের রসুলপুর-শক্তিগড় শাখায় নন ইন্টারলকিং কাজের জন্য আপ ও ডাউন হাওড়া-বর্ধমান কর্ড লাইনে এবং আপ ও ডাউন হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। প্রতিদিন প্রায় চার ঘণ্টা ট্র্যাফিক ব্লক থাকবে। ওই সময় বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর  ৩টে পর্যন্ত ট্রেনগুলি বাতিল থাকবে।

আগামী ৩ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হাওড়া-বর্ধমান-হাওড়া লোকাল (ভায়া কর্ড লাইন) শাখায় বাতিল থাকবে বেশ কয়েকটি ট্রেন। এই সময়ে বর্ধমান লাইনে বাতিল থাকবে 36827, 36829, 36081, 36083, 36085, 36087, 36011, 36071 আপ লোকাল এবং 36082, 36084, 36086, 36088 ডাউন মশাগ্রাম-হাওড়া লোকাল।

শুধু ৩ ডিসেম্বর বাতিল থাকবে 36031, 36033, 36035, 36037 আপ হাওড়া-বর্ঝমান লোকাল। ওইদিন বাতিল থাকবে 36032, 36034, 36036, 36038 ডাউন চন্দনপুর-হাওড়া লোকাল। তিন থেকে ১৪ তারিখ পর্যন্ত বাতিল থাকবে ডাউন 36840, 36844 বর্ধমান-হাওড়া লোকাল। 

একইসময়ে বাতিল থাকবে ডাউন 36072 গুরাপ-হাওড়া লোকাল। বাতিল থাকবে ডাউন 36012, 32412, 32414 বারুইপাড়া-হাওড়া লোকাল। ৩ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত শিয়ালদা থেকেও বাতিল থাকছে একজোড়া ট্রেন। বাতিল 32411, 32413 আপ লোকাল। 

প্রসঙ্গত, এর আগেও হাওড়া-বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল ছিল। ১৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। পরবর্তী সময়ে বারুইপাড়া-চন্দনপুর (Baruipur-Chandanpur) ফোর্থ লাইনে কাজের জন্য দীর্ঘ সময় পর্যন্ত ওঅ শাখায় একাধিক লোকাল বাতিল হয়। যার জেরে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। আবার তার আগে রেল লাইনের ট্র্যাকে কাজের জন্য ৬ থেকে ১২ অগাস্ট পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। সেটাও ছিল হাওড়া–বর্ধমান শাখায়।